Dhaka শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

১২ দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদা আটক

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে জোটের আলোচনা সভায় অংশগ্রহণ করতে এলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহদাত হোসেন সেলিম।

তিনি বলেন, এতদিন বিএনপি নেতা-কর্মীদের গণহারে আটক করা হলেও সমমনা রাজনৈতিক দলের নেতা-কর্মীকে আটক করেনি সরকার। এবার মনে হচ্ছে, তারা (পুলিশ) যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দিকে নজর দিলো।

আটক এহসানুল হুদাকে অবিলম্বে ছেড়ে দিয়ে জনসমক্ষে হাজির করার আহ্বান জানান ১২ দলীয় জোটের শীর্ষ নেতা শাহদাত হোসেন সেলিম।

শনিবার বিকেলে ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে ১২ দলীয় জোটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে যোগ দিতে সেগুনবাগিচায় এসেছিলেন এহসানুল হুদা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বৈরী আবহাওয়ার কারণে আগৈলঝাড়ায় ছাতার কারিগরদের ব্যাপক কদর

১২ দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদা আটক

প্রকাশের সময় : ০৭:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে জোটের আলোচনা সভায় অংশগ্রহণ করতে এলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহদাত হোসেন সেলিম।

তিনি বলেন, এতদিন বিএনপি নেতা-কর্মীদের গণহারে আটক করা হলেও সমমনা রাজনৈতিক দলের নেতা-কর্মীকে আটক করেনি সরকার। এবার মনে হচ্ছে, তারা (পুলিশ) যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দিকে নজর দিলো।

আটক এহসানুল হুদাকে অবিলম্বে ছেড়ে দিয়ে জনসমক্ষে হাজির করার আহ্বান জানান ১২ দলীয় জোটের শীর্ষ নেতা শাহদাত হোসেন সেলিম।

শনিবার বিকেলে ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে ১২ দলীয় জোটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে যোগ দিতে সেগুনবাগিচায় এসেছিলেন এহসানুল হুদা।