বান্দরবানের দুর্গম পাহাড়ী এলাকার সমথং কারবারিপাড়া গ্রামে ঝিরি থেকে পানি আনতে গিয়ে বন্য ভাল্লুকের আক্রমণে আহত হন উপজাতি ট্রয়েল মুরংকে (৬৬)। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় স্বস্থ্যকেন্দ্রে নেয়া হয়। পরে সেনা ও বিমান বাহিনীর সহায়তায় হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসায় জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
আইএসপিআর জানায়, ট্রয়েল মুরং সকালে ঝিরি থেকে পানি আনতে গেলে বন্য ভাল্লুক তাকে আক্রমণ করে এবং তিনি গুরুতর আহত হন। সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্বার করে বলিয়ারপাড়া আর্মি ক্যাম্পে নিয়ে আসে। পরে তাকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেল-২১২ হেলিকপ্টারের মাধ্যমে বান্দরবান থেকে চট্টগ্রামে আনা হয়।
উল্লেখ্য, জাতীয় যেকোন ধরনের দূর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সর্বদা বেসামরিক প্রশাসনকে জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায়, বিমান বাহিনীর ওই হেলিকপ্টারের মাধ্যমে ট্রয়েল মুরংকে উন্নত চিকিৎসা সেবা দিতে বান্দরবান থেকে চট্টগ্রাম আনা হয়।