ফরিদপুর জেলা প্রতিনিধি :
সৌদি আরবে কাজ করার সময় ভবন থেকে পড়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাগর মাতুব্বর (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাগর মাতুব্বর (২৬) উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিনতলা ভবনের বারান্দায় গ্রিলের কাজ করতে গিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন সাগর মাতুব্বর। এ ঘটনায় পরিবার ও গ্রামবাসীর মধ্যে চলছে আহাজারি। দুই ভাই চার বোনের মধ্যে সাগর মাতুব্বর বড়।
এর সত্যতা নিশ্চিত করে তুজারপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বাসিন্দা টিটো মোল্লা বলেন, সাগর মাতুব্বর ৩-৪ মাস আগে ফ্রি ভিসায় সৌদি আরবের দাম্মাম শহরে যান। পরে তিনি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে ভালো বেতনে কাজ করেন। আজ সন্ধ্যায় শুনতে পাই ভবনের ওপরে কাজ করতে গিয়ে নিচে পড়ে মারা গেছেন।
নিহতের পরিবার জানিয়েছে, দুই ভাই ও চার বোনের মধ্যে সাগর ছিলেন সবচেয়ে বড়। তিনি পরিবারের জন্য বড় সহায়ক ছিলেন। তার মৃত্যুর খবরে বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন।
পরিবারের সদস্যরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যেন সাগর মাতুব্বরের মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। এ বিষয়ে স্থানীয় প্রশাসনও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।