আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সুপার টুয়েসডে এক বহুল আলোচিত বিষয়। নির্বাচনের বছর মার্চ মাসের প্রথম মঙ্গলবার মঙ্গলবার (৫ মার্চ) যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশিসংখ্যক অঙ্গরাজ্যে একই সঙ্গে, একই দিনে প্রাইমারি বা ককাস নির্বাচন অনুষ্ঠিত হয়। চলতি বছরের ৫ মার্চ ছিল যুক্তরাষ্ট্রের সুপার টুয়েসডে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুসারে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নিজ নিজ দলের প্রাইমারি ও ককাসে জয়ের পথে আছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বিরামহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির ও ১৪টি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের প্রার্থী বাছাইয়ের ভোট অনুষ্ঠিত হয়েছে।
সুপার টুয়েসডেতে যে অঙ্গরাজ্যগুলোতে ভোটাভুটির আয়োজন করা হয়েছে, সেগুলো হলো আলাবামা, আলাস্কা (শুধু রিপাবলিকানদের ভোট), আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেটস, মিনেসোটা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, ইউটাহ, নর্থ ক্যারোলাইনা, ভারমন্ট ও ভার্জিনিয়া। এছাড়া সামোয়াতে শুধু ডেমোক্র্যাটদের ভোট হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ অঙ্গরাজ্যের মধ্যে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ১৩টিতে। সেগুলো হলো আলাবামা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেটস, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, ভারমন্ট ও ভার্জিনিয়া। এ ছড়া, ককাস নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আলাস্কা ও ইউটাহে।
এর আগে তিনি আইওয়া ককাসেও জয়ী হয়েছেন। প্রার্থী বাছাইয়ের ভোটে এখন পর্যন্ত বাইডেনকে তেমন বিরোধিতার মুখোমুখে পড়তে হয়নি। ফলে নভেম্বরের নির্বাচনে জো বাইডেন প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন, সেটি প্রায় নিশ্চিত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প ভার্জিনিয়া প্রাইমারিতে এগিয়ে আছেন। নর্থ ক্যারোলাইনা, ওকলাহোমায়ও এগিয়ে আছেন এই দুজন। ভারমন্টে জো বাইডেন এগিয়ে থাকলেও ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এখনো জানা যায়নি, বরং এখানে খানিকটা এগিয়ে আছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিক্কি হ্যালি।
অন্যদিকে রিপাবলিকান পার্টির বাছাইপর্বে ১৫টি অঙ্গরাজ্যের মধ্যে ১০টিতে ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন বলে আভাস দেয়া হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বুথফেরত জরিপে।
তবে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থীর বাছাইপর্বে চ্যালেঞ্জের মুখেই আছেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রধান প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি। ট্রাম্প-হ্যালির লড়াইয়ে সুপার টুয়েসডের ফলাফলকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।
যদিও সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্লেষকরা বলছেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ পর্যন্ত হয়তো মুখোমুখি হতে যাচ্ছেন ট্রাম্প ও বাইডেন।
রিপাবলিকান পার্টির প্রার্থী হয়ে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। তবে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের কাছে হেরে যান। ওই নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলেন ট্রাম্প। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে ফের ক্ষমতায় বসতে চান তিনি।
উল্লেখ্য, সুপার টুয়েসডের ভোটাভুটিতে সম্ভাব্য প্রার্থীরা তাদের পক্ষে দলীয় প্রতিনিধি জড়ো করেন। এই প্রতিনিধিরা দলের জাতীয় সম্মেলনে নিজ নিজ অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করেন। সেখানে তারা প্রাথমিক ও ককাসের ভোটের ফলাফলের নিরিখে মনোনীত প্রার্থীর পক্ষে ভোট দেন।
রিপাবলিকান দল থেকে মনোনয়ন পেতে প্রার্থীর কমপক্ষে ১ হাজার ২১৫ প্রতিনিধির সমর্থন প্রয়োজন হয়। আর ডেমোক্র্যাট প্রার্থীর প্রয়োজন ১ হাজার ৯৬৮ জন প্রতিনিধির সমর্থন।