Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশে টহল দিচ্ছে র‌্যাবের ৪৬০টি দল

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি-জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর ডাকে সারা দেশে তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। এ জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজও রাজধানীতে র‌্যাবের ১৬০টি ও সারা দেশে ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জনজীবন স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় রাজধানীতে ১৬০টি এবং দেশের বিভিন্ন এলাকায় ১৫ ব্যাটালিয়নের প্রায় ৪৬০টি টহলদল নিয়োজিত রয়েছে। পাশাপাশি দেশব্যাপী গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলমান থাকবে। কেউ যদি কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতার পরিকল্পনা করে তাকে সঙ্গে সঙ্গে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের স্পেশাল টিম ও স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। নাশকতা ও সহিংসতা প্রতিরোধে র‌্যাব দেশব্যাপী সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে দুষ্কৃতকারী ও সন্ত্রাসীরা নাশকতা ও সহিংসতার মতো ঘটনা ঘটিয়েছে। যারা এ ধরনের নাশকতা ও সহিংসতার সঙ্গে যারা জড়িত ছিল, তাদের সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ ও অন্য তথ্যাদি বিশ্লেষণ করে শনাক্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র‌্যাব। এ ছাড়া বিভিন্ন দলের রাজনৈতিক কর্মসূচি কেন্দ্র করে অনলাইনে স্বার্থান্বেষী ও সুযোগসন্ধানী মহল বিভিন্ন উস্কানিমূলক তথ্য, মিথ্যা বা গুজব ছড়াচ্ছে; বিভিন্ন ধরনের ভিডিও এডিট করে সামাজিক মাধ্যমে শেয়ার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অপচেষ্টা চালাচ্ছে। র‌্যাবের সাইবার মনিটরিং টিম এসব দুষ্কৃতকারীকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সাইবার জগতে সার্বক্ষণিক নজরদারি রাখছে।

এর আগে হরতালের পর ৭২ ঘণ্টা অবরোধের ঘোষণা দেয় বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। এরপর ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দেয় তারা। সেই অবরোধ শেষ হলে ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ নভেম্বর থেকে আরও ৪৮ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচি পালন করছে দলগুলো।

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। বুধবার সকাল ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

সারা দেশে টহল দিচ্ছে র‌্যাবের ৪৬০টি দল

প্রকাশের সময় : ১২:৪২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি-জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর ডাকে সারা দেশে তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। এ জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজও রাজধানীতে র‌্যাবের ১৬০টি ও সারা দেশে ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জনজীবন স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় রাজধানীতে ১৬০টি এবং দেশের বিভিন্ন এলাকায় ১৫ ব্যাটালিয়নের প্রায় ৪৬০টি টহলদল নিয়োজিত রয়েছে। পাশাপাশি দেশব্যাপী গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলমান থাকবে। কেউ যদি কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতার পরিকল্পনা করে তাকে সঙ্গে সঙ্গে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের স্পেশাল টিম ও স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। নাশকতা ও সহিংসতা প্রতিরোধে র‌্যাব দেশব্যাপী সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে দুষ্কৃতকারী ও সন্ত্রাসীরা নাশকতা ও সহিংসতার মতো ঘটনা ঘটিয়েছে। যারা এ ধরনের নাশকতা ও সহিংসতার সঙ্গে যারা জড়িত ছিল, তাদের সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ ও অন্য তথ্যাদি বিশ্লেষণ করে শনাক্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র‌্যাব। এ ছাড়া বিভিন্ন দলের রাজনৈতিক কর্মসূচি কেন্দ্র করে অনলাইনে স্বার্থান্বেষী ও সুযোগসন্ধানী মহল বিভিন্ন উস্কানিমূলক তথ্য, মিথ্যা বা গুজব ছড়াচ্ছে; বিভিন্ন ধরনের ভিডিও এডিট করে সামাজিক মাধ্যমে শেয়ার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অপচেষ্টা চালাচ্ছে। র‌্যাবের সাইবার মনিটরিং টিম এসব দুষ্কৃতকারীকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সাইবার জগতে সার্বক্ষণিক নজরদারি রাখছে।

এর আগে হরতালের পর ৭২ ঘণ্টা অবরোধের ঘোষণা দেয় বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। এরপর ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দেয় তারা। সেই অবরোধ শেষ হলে ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ নভেম্বর থেকে আরও ৪৮ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচি পালন করছে দলগুলো।

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। বুধবার সকাল ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।