নিজস্ব প্রতিবেদক :
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৫ নভেম্বর) ভোরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৮ অক্টোবর ঢাকায় প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার এজাহারনামীয় আসামি হিসেবে আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। টঙ্গী এলাকায় তিনি আত্মগোপনে ছিলেন। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আলতাফ হোসেনকে র্যাব সদর দপ্তরে আনা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।