Dhaka মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাইনবোর্ডে এবার ভেসে উঠলো ‘চাচা হাসু আপা কোথায়?’

সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেটের গোলাপগঞ্জের একটি ডিজিটাল সাইনবোর্ডে এবার হঠাৎ ভেসে উঠলো ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’। ভেসে ওঠা এই লেখার একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে সিলেটে।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, গোলাপগঞ্জের চৌমুহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রয়েছে নিরাময় ডেন্টাল কেয়ার। সেখানে স্থাপন করা একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে, ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে সেই ডিজিটাল সাইনবোর্ডটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কে বা কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্ত করা যায়নি এখনও। কয়েক সেকেন্ডের এ ভিডিওটি ঘিরে আলোচনার ঝড় বইছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে কেউ একজন ভিডিওটি তার ফেসবুক ওয়ালে ছেড়ে দেয়। এরপরই এটি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেউ কেউ আবার এটিকে প্রতিষ্ঠানের বাণিজ্যিক প্রচারণার কৌশল বলেও অভিহিত করছেন।

স্থানীয় সংবাদকর্মী ডি এইচ মান্না বলেন, এটি আমার কাছে এক ধরনের বাণিজ্যিক প্রচারণা মনে হয়েছে। শপিং কমপ্লেক্সের ২য় তলার একটি ডেন্টাল কেয়ারের সাইনবোর্ডে ভেসে ওঠে লেখাটি। অনেকেই বলছেন এটি হ্যাক করা হয়েছে। এ ধরনের ডিজিটাল সাইনবোর্ডে অনলাইনের কোনো ফাংশন নেই। এইখানে হ্যাকিংয়ের কোনো বিষয় নেই। এইখানে অফলাইনে আপনি যা ইনপুট দেবেন তাই আসবে।

গোলাপগঞ্জ পৌরশহরের বাসিন্দা জয়নুল হক বলেন, আমরাও ফেসবুকে দেখেছি ভিডিওটি। শুনেছি সাইনবোর্ডে লিখাটি ভেসে ওঠার কয়েক মিনিট পরেই এটি বন্ধ করে দেওয়া হয়। ভিডিও দেখে আমরা খুব মজা পেয়েছি।

এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, আমার থানাধীন কুশিয়ারা শপিং কমপ্লেক্সের সাইনবোর্ডে এমন লেখা ভেসে ওঠার খবর পেয়েছি। মার্কেট কর্তৃপক্ষ এইরকম লেখা পেয়ে আমাদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। আপাতত তারা সাইনবোর্ডটি মার্কেট কর্তৃপক্ষ বন্ধ রেখেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাইনবোর্ডে এবার ভেসে উঠলো ‘চাচা হাসু আপা কোথায়?’

প্রকাশের সময় : ০১:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেটের গোলাপগঞ্জের একটি ডিজিটাল সাইনবোর্ডে এবার হঠাৎ ভেসে উঠলো ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’। ভেসে ওঠা এই লেখার একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে সিলেটে।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, গোলাপগঞ্জের চৌমুহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রয়েছে নিরাময় ডেন্টাল কেয়ার। সেখানে স্থাপন করা একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে, ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে সেই ডিজিটাল সাইনবোর্ডটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কে বা কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্ত করা যায়নি এখনও। কয়েক সেকেন্ডের এ ভিডিওটি ঘিরে আলোচনার ঝড় বইছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে কেউ একজন ভিডিওটি তার ফেসবুক ওয়ালে ছেড়ে দেয়। এরপরই এটি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেউ কেউ আবার এটিকে প্রতিষ্ঠানের বাণিজ্যিক প্রচারণার কৌশল বলেও অভিহিত করছেন।

স্থানীয় সংবাদকর্মী ডি এইচ মান্না বলেন, এটি আমার কাছে এক ধরনের বাণিজ্যিক প্রচারণা মনে হয়েছে। শপিং কমপ্লেক্সের ২য় তলার একটি ডেন্টাল কেয়ারের সাইনবোর্ডে ভেসে ওঠে লেখাটি। অনেকেই বলছেন এটি হ্যাক করা হয়েছে। এ ধরনের ডিজিটাল সাইনবোর্ডে অনলাইনের কোনো ফাংশন নেই। এইখানে হ্যাকিংয়ের কোনো বিষয় নেই। এইখানে অফলাইনে আপনি যা ইনপুট দেবেন তাই আসবে।

গোলাপগঞ্জ পৌরশহরের বাসিন্দা জয়নুল হক বলেন, আমরাও ফেসবুকে দেখেছি ভিডিওটি। শুনেছি সাইনবোর্ডে লিখাটি ভেসে ওঠার কয়েক মিনিট পরেই এটি বন্ধ করে দেওয়া হয়। ভিডিও দেখে আমরা খুব মজা পেয়েছি।

এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, আমার থানাধীন কুশিয়ারা শপিং কমপ্লেক্সের সাইনবোর্ডে এমন লেখা ভেসে ওঠার খবর পেয়েছি। মার্কেট কর্তৃপক্ষ এইরকম লেখা পেয়ে আমাদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। আপাতত তারা সাইনবোর্ডটি মার্কেট কর্তৃপক্ষ বন্ধ রেখেছেন।