Dhaka রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শ্যালকের হাঁসুয়ার কোপে দুলাভাই নিহত

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহীতে শ্যালকের হাঁসুয়ার কোপে দুলাভাই নিহত হয়েছেন। ঘটনার পর শ্যালক পালিয়ে গেছেন।

শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলাভাইকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তির নাম রুহুল আমিন (৪০)। তিনি নওদাপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। অভিযুক্ত শ্যালকের নাম মিন্টু (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মোন্তাকিম।

তিনি জানান, রুহুল আমিনের শ্বশুরের জমির মাপজোখ চলছিল। এ সময় তারা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। দ্বন্দ্বের এক পর্যায়ে শ্যালক মিন্টু হাসুয়া দিয়ে রুহুল আমিনের গলাকে কোপ দেন। ঘটনাস্থলে রুহুল আমিনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘটনার পরপর শ্যালক মিন্টু পালিয়ে গেছেন। আমি নিজে ঘটনাস্থলে এসেছি। রুহুল আমিনের মরদেহ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জোর করে চাপিয়ে দেয়া শিক্ষা সম্ভাবনা নষ্ট করে দেয় : হাসনাত আব্দুল্লাহ

শ্যালকের হাঁসুয়ার কোপে দুলাভাই নিহত

প্রকাশের সময় : ০৩:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহীতে শ্যালকের হাঁসুয়ার কোপে দুলাভাই নিহত হয়েছেন। ঘটনার পর শ্যালক পালিয়ে গেছেন।

শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলাভাইকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তির নাম রুহুল আমিন (৪০)। তিনি নওদাপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। অভিযুক্ত শ্যালকের নাম মিন্টু (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মোন্তাকিম।

তিনি জানান, রুহুল আমিনের শ্বশুরের জমির মাপজোখ চলছিল। এ সময় তারা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। দ্বন্দ্বের এক পর্যায়ে শ্যালক মিন্টু হাসুয়া দিয়ে রুহুল আমিনের গলাকে কোপ দেন। ঘটনাস্থলে রুহুল আমিনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘটনার পরপর শ্যালক মিন্টু পালিয়ে গেছেন। আমি নিজে ঘটনাস্থলে এসেছি। রুহুল আমিনের মরদেহ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।