Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শিনজো আবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৩:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
  • ১৮৮ জন দেখেছেন

শিনজো আবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ শোক জানানো হয়।

এর আগে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ শিনজো আবে মারা যান। লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন সিনিয়র কর্মকর্তা শিনজো আবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এনএইচকে জানিয়েছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারায় একটি সমাবেশে গুলিবিদ্ধ হন শিনজো আবে। জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের আসন্ন নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি। আবের বয়স হয়েছিল ৬৭ বছর।

ওই প্রচারণায় বক্তৃতা দেয়ার সময় অ্যাবের ওপর গুলি চালায় হামলাকারী। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টোকিওর প্রাক্তন গভর্নর ইয়োচি মাসুজো এক টুইট বার্তায় জানিয়েছেন, গুলিবিদ্ধ অ্যাবে বর্তমানে কার্ডিওপালমোনারি অ্যারেস্টের শিকার হয়েছেন।

জাপানে আনুষ্ঠানিকভাবে মৃত্যু নিশ্চিত হওয়ার আগে প্রাথমিক প্রতিবেদনে প্রায়ই কার্ডিওপালমোনারি অ্যারেস্ট শব্দটি ব্যবহৃত হতে দেখা যায়।

বক্তৃতা যখন মাঝামাঝি পর্যায়ে তখন পেছন থেকে গুলিবিদ্ধ হন অ্যাবে। তার শরীর থেকে রক্তক্ষরণ হতে দেখা গেছে। হামলাকারীকে এরইমধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আবহাওয়া

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

শিনজো আবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশের সময় : ০৩:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ শোক জানানো হয়।

এর আগে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ শিনজো আবে মারা যান। লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন সিনিয়র কর্মকর্তা শিনজো আবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এনএইচকে জানিয়েছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারায় একটি সমাবেশে গুলিবিদ্ধ হন শিনজো আবে। জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের আসন্ন নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি। আবের বয়স হয়েছিল ৬৭ বছর।

ওই প্রচারণায় বক্তৃতা দেয়ার সময় অ্যাবের ওপর গুলি চালায় হামলাকারী। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টোকিওর প্রাক্তন গভর্নর ইয়োচি মাসুজো এক টুইট বার্তায় জানিয়েছেন, গুলিবিদ্ধ অ্যাবে বর্তমানে কার্ডিওপালমোনারি অ্যারেস্টের শিকার হয়েছেন।

জাপানে আনুষ্ঠানিকভাবে মৃত্যু নিশ্চিত হওয়ার আগে প্রাথমিক প্রতিবেদনে প্রায়ই কার্ডিওপালমোনারি অ্যারেস্ট শব্দটি ব্যবহৃত হতে দেখা যায়।

বক্তৃতা যখন মাঝামাঝি পর্যায়ে তখন পেছন থেকে গুলিবিদ্ধ হন অ্যাবে। তার শরীর থেকে রক্তক্ষরণ হতে দেখা গেছে। হামলাকারীকে এরইমধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।