Dhaka সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ থেকে ৯৬৯টি ইয়াবাসহ মো. নবী হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।

সে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, নবী রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নভোএয়ারের অভ্যন্তরীণ ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসে। সে সময় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিংয়ের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়। তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে আনা হলে সে পায়ুপথে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে জানায়। এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসক এক্স-রে করে তার পায়ুপথে তিনটি ডিম্বাকৃতির বস্তুর সন্ধান পান। পরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে তরি পেট থেকে কসটেপ মোড়ানো অবস্থায় তিন পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। সেগুলো খুলে মোট ৯৬৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এপিবিএন জানায়, মো. নবী হোসেন (৪৫) দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে যুক্ত ।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যেকোনও অবৈধ কার্যক্রমরোধে সচেষ্ট আছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যেকোনও অপরাধ প্রতিরোধে আমরা নিয়মিত ভিত্তিতে অভিযান চালাচ্ছি।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

গুলশানে চেকপোস্ট দেখে দৌড়ে পালাতে গিয়ে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

প্রকাশের সময় : ১২:২৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ থেকে ৯৬৯টি ইয়াবাসহ মো. নবী হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।

সে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, নবী রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নভোএয়ারের অভ্যন্তরীণ ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসে। সে সময় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিংয়ের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়। তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে আনা হলে সে পায়ুপথে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে জানায়। এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসক এক্স-রে করে তার পায়ুপথে তিনটি ডিম্বাকৃতির বস্তুর সন্ধান পান। পরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে তরি পেট থেকে কসটেপ মোড়ানো অবস্থায় তিন পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। সেগুলো খুলে মোট ৯৬৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এপিবিএন জানায়, মো. নবী হোসেন (৪৫) দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে যুক্ত ।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যেকোনও অবৈধ কার্যক্রমরোধে সচেষ্ট আছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যেকোনও অপরাধ প্রতিরোধে আমরা নিয়মিত ভিত্তিতে অভিযান চালাচ্ছি।