Dhaka শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আনতে না পারলে আবারও স্বৈরাচার পদ্ধতি আসবে : বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক : 

সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আনতে না পারলে আবারও স্বৈরাচার পদ্ধতি আসবে।

শনিবার (১ মার্চ) ‘অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ’-এর দাবিতে রাজধানীর মানিক মিয়াঁ এভিনিউতে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সংস্কারগুলো করা দরকার। যাতে রাজনৈতিক দলগুলো দুর্বৃত্তমুক্ত হয়। আমরা যেই সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, আমরা এগুলো নিয়ে রাজনৈতিক দলের মতামত নেওয়ার চেষ্টা করছি। আমরা মনে করি যে, এই সংস্কারগুলো দ্রুত হওয়া দরকার, যাতে দ্রুত একটা নির্বাচন হতে পারে। যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তাহলে পুনরায় স্বৈরাচারীরা পুনরুত্থান করতে পারে। আমরা কোনোভাবেই এটা চাই না।

সংগঠন হিসেবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বিদেশি ফান্ড গ্রহণের অভিযোগটি ‘সম্পূর্ণ মিথ্যা’ জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, সুজন কোনও নিবন্ধিত সংগঠন নয়, সুজন কোনও বিদেশি সাহায্য নিতে পারে না। সুজন পরিচালিত হয় ব্যক্তি সহায়তায়। এটি কোনও নিবন্ধিত সংগঠন নয় যে, তারা এভাবে বিদেশ থেকে কারও টাকা নিতে পারে। সুতরাং এটা ফেইক নিউজ নয়, ডিপ ফেইক নিউজ। এর মধ্যে কোনও সত্যতা নেই। স্বৈরাচারের দোসররা আমাদের বিতর্কিত করার জন্য এসব করছে। এর মধ্যে সামান্যতম সত্যতা নেই।

একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার তাগিদ দিয়ে তিনি বলেন, সবার দাবি, এটা (আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি) হওয়া প্রয়োজন। দ্রব্যমূল্য অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে হবে। এগুলো নিয়ে গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। আমরা যে সুপারিশ দিয়েছি, এগুলো যেন জনগণের কাছে পৌঁছায় এবং জনগণ যাতে উপলব্ধি করতে পারে যে— এই সংস্কার হওয়া জরুরি, যাতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হয়।

বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক অঙ্গনকে পরিষ্কার করতে হবে, টাকার খেলা বন্ধ করতে হবে। রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আনতে হবে। এসব জায়গায় যদি পরিবর্তন আনা না যায়, তাহলে আবারও স্বৈরাচার পদ্ধতি আসবে।

তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনও যেন দুর্নীতিমুক্ত হয়। এসব সংস্কারের লক্ষ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার লক্ষ্যে এসব সংস্কার বাস্তবায়ন করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজন-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা জেলা কমিটির সভাপতি প্রকৌশলী মুসবাহ আলীম, সুজন জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন, সুজন ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট রাশিদা আক্তার শেলী, সুজন ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি ক্যামেলিয়া চৌধুরী, সুজন ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুল হক, সুজন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক জুবাইরুল হক নাহিদ, ঢাকা মহানগর কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম, সুজন ঢাকা জেলা কমিটির অর্থ সম্পাদক কানিজ ফাতেমা, সুজন কেরাণীগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি কাউসার আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সুজন-এর কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শেখ মুজিব জাতির জনক নন : নাহিদ ইসলাম

রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আনতে না পারলে আবারও স্বৈরাচার পদ্ধতি আসবে : বদিউল আলম

প্রকাশের সময় : ০৩:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আনতে না পারলে আবারও স্বৈরাচার পদ্ধতি আসবে।

শনিবার (১ মার্চ) ‘অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ’-এর দাবিতে রাজধানীর মানিক মিয়াঁ এভিনিউতে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সংস্কারগুলো করা দরকার। যাতে রাজনৈতিক দলগুলো দুর্বৃত্তমুক্ত হয়। আমরা যেই সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, আমরা এগুলো নিয়ে রাজনৈতিক দলের মতামত নেওয়ার চেষ্টা করছি। আমরা মনে করি যে, এই সংস্কারগুলো দ্রুত হওয়া দরকার, যাতে দ্রুত একটা নির্বাচন হতে পারে। যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তাহলে পুনরায় স্বৈরাচারীরা পুনরুত্থান করতে পারে। আমরা কোনোভাবেই এটা চাই না।

সংগঠন হিসেবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বিদেশি ফান্ড গ্রহণের অভিযোগটি ‘সম্পূর্ণ মিথ্যা’ জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, সুজন কোনও নিবন্ধিত সংগঠন নয়, সুজন কোনও বিদেশি সাহায্য নিতে পারে না। সুজন পরিচালিত হয় ব্যক্তি সহায়তায়। এটি কোনও নিবন্ধিত সংগঠন নয় যে, তারা এভাবে বিদেশ থেকে কারও টাকা নিতে পারে। সুতরাং এটা ফেইক নিউজ নয়, ডিপ ফেইক নিউজ। এর মধ্যে কোনও সত্যতা নেই। স্বৈরাচারের দোসররা আমাদের বিতর্কিত করার জন্য এসব করছে। এর মধ্যে সামান্যতম সত্যতা নেই।

একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার তাগিদ দিয়ে তিনি বলেন, সবার দাবি, এটা (আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি) হওয়া প্রয়োজন। দ্রব্যমূল্য অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে হবে। এগুলো নিয়ে গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। আমরা যে সুপারিশ দিয়েছি, এগুলো যেন জনগণের কাছে পৌঁছায় এবং জনগণ যাতে উপলব্ধি করতে পারে যে— এই সংস্কার হওয়া জরুরি, যাতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হয়।

বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক অঙ্গনকে পরিষ্কার করতে হবে, টাকার খেলা বন্ধ করতে হবে। রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আনতে হবে। এসব জায়গায় যদি পরিবর্তন আনা না যায়, তাহলে আবারও স্বৈরাচার পদ্ধতি আসবে।

তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনও যেন দুর্নীতিমুক্ত হয়। এসব সংস্কারের লক্ষ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার লক্ষ্যে এসব সংস্কার বাস্তবায়ন করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজন-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা জেলা কমিটির সভাপতি প্রকৌশলী মুসবাহ আলীম, সুজন জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন, সুজন ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট রাশিদা আক্তার শেলী, সুজন ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি ক্যামেলিয়া চৌধুরী, সুজন ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুল হক, সুজন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক জুবাইরুল হক নাহিদ, ঢাকা মহানগর কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম, সুজন ঢাকা জেলা কমিটির অর্থ সম্পাদক কানিজ ফাতেমা, সুজন কেরাণীগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি কাউসার আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সুজন-এর কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।