নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর সবুজবাগ উত্তর বাসাবো এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে টিপু মোল্লা (৪৭) নামে এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত টিপু মোল্লা উত্তর বাসাবো এলাকার ইয়াদ আলী মোল্লার ছেলে।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক ভূঁইয়া জানান, খবর পেয়ে রোববার বেলা ২টার দিকে উত্তর বাসাবোর ৫৫/২ নম্বর নির্মাণাধীন ভবনের লিফটের রাখা ফাঁকা জায়গার নিচ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এসময় সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করে। তার শরীরে বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। বাম পায়ের হাঁটুতে ভাঙ্গা এবং ডান পায়ের গোড়ালি ভাঙ্গা ও কাটা রয়েছে। উদ্ধারের সময় মরদেহের লুঙ্গির কোচে এক প্যাকেট সিগারেট পাওয়া গেছে। যার মধ্যে একটিতে গাঁজা ভর্তি পাওয়া যায়।
তিনি আরও বলেন, ওই লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে অথবা দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর পূর্বে তিনি মাদক সেবন করেছিলেন কিনা সে বিষয়েও জানতে চাওয়া হয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসকদের কাছে।
টিপু মোল্লার বড় ভাই মো. আবু মোলা বলেন, উত্তর বাসাবোয় তাদের নিজেদের বাড়ি। স্ত্রী মিনু আক্তার ও মেয়েকে নিয়ে থাকতো সে। টিপু ঠিকাদারীর কাজ করতো। তবে ওই নির্মানাধীন ভবনে কেন গিয়েছিল তা জানা নেই। কিভাবে তার মৃত্যু হয়েছে তা পুলিশ তদন্ত করে বের করবে।
নিজস্ব প্রতিবেদক 























