Dhaka বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানে দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় দিনে-দুপুরে দুবৃর্ত্তের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আব্বাস (৩৯) নামের আরেক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আছাদ আলী মাতব্বর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম একই এলাকার আবু ছৈয়দ মেম্বারের ছেলে। নগরীর চাকতাইয়ে জাহাঙ্গীর ট্রেডার্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও নোয়াপাড়ায় মকসুদ কমিউনিটি সেন্টার নামে তাদের একটি পারিবারিক প্রতিষ্ঠান আছে ।

গুলিবিদ্ধ আব্বাস উদ্দিন সম্পর্কে নিহত জাহাঙ্গীরের ভাগিনা এবং মাকসুদ কমিউনিটি সেন্টারের ম্যানেজার। তিনি বর্তমানে নগরীর এভারকেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর আলম নগরীতে পরিবার নিয়ে বসবাস করেন। আজ জুমার নামাজ পড়তে মোটরসাইকেলে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান। তিনি স্থানীয় আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে জাহাঙ্গীর আলমকে মাটিতে ফেলে দেয়। পরে গুলি করা হয়। এ সময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে তাদের কয়েকজন হামলার শিকার হন। জাহাঙ্গীর কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্থানীয়রা জাহাঙ্গীরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন বলেন, ‘হামলাকারীরা মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশা নিয়ে এসেছিল। তারা ১০ থেকে ১৫ জন ছিল, ঘটনার পরপর পালিয়ে গেছে। হামলাকারীরা নোয়াপাড়া পথেরহাট এলাকা দিয়ে এসেছে।’

রাউজান থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি গুলিতে একজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ হতাহতের ঘটনা তদন্ত করছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

রাউজানে দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ০৫:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় দিনে-দুপুরে দুবৃর্ত্তের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আব্বাস (৩৯) নামের আরেক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আছাদ আলী মাতব্বর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম একই এলাকার আবু ছৈয়দ মেম্বারের ছেলে। নগরীর চাকতাইয়ে জাহাঙ্গীর ট্রেডার্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও নোয়াপাড়ায় মকসুদ কমিউনিটি সেন্টার নামে তাদের একটি পারিবারিক প্রতিষ্ঠান আছে ।

গুলিবিদ্ধ আব্বাস উদ্দিন সম্পর্কে নিহত জাহাঙ্গীরের ভাগিনা এবং মাকসুদ কমিউনিটি সেন্টারের ম্যানেজার। তিনি বর্তমানে নগরীর এভারকেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর আলম নগরীতে পরিবার নিয়ে বসবাস করেন। আজ জুমার নামাজ পড়তে মোটরসাইকেলে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান। তিনি স্থানীয় আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে জাহাঙ্গীর আলমকে মাটিতে ফেলে দেয়। পরে গুলি করা হয়। এ সময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে তাদের কয়েকজন হামলার শিকার হন। জাহাঙ্গীর কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্থানীয়রা জাহাঙ্গীরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন বলেন, ‘হামলাকারীরা মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশা নিয়ে এসেছিল। তারা ১০ থেকে ১৫ জন ছিল, ঘটনার পরপর পালিয়ে গেছে। হামলাকারীরা নোয়াপাড়া পথেরহাট এলাকা দিয়ে এসেছে।’

রাউজান থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি গুলিতে একজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ হতাহতের ঘটনা তদন্ত করছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।