আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মহত্যার সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। তবে গত বছর এক্ষেত্রে রেকর্ড গড়েছে দেশটি। ২০২২ সালে দেশটিতে আত্মহত্যা করেছে ৪৯ হাজারেরও বেশি মানুষ। যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি। এদের মধ্যে প্রায় ৭৯ শতাংশ পুরুষ। সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটির দেওয়া পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে আত্মহত্যার অর্ধেকেরও বেশি আগ্নেয়াস্ত্রের মাধ্যমে হয়েছে।
মার্কিন স্বাস্থ্যমন্ত্রী জেভিয়ার বেসেরা এক বিবৃতিতে বলেছেন, ১০ জনের মধ্যে নয়জন আমেরিকান বিশ্বাস করেন যে আমেরিকা মানসিক স্বাস্থ্য সংকটের সম্মুখীন। সিডিসির প্রতিবেদনে এই আত্মহত্যার কারণ ব্যাখ্যা করা হয়েছে।
তিনি জানান, অনেক লোক এখনও বিশ্বাস করে যে সাহায্য চাওয়া দুর্বলতার লক্ষণ।
এ বিষয়ে সিডিসি জানিয়েছে, আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধদের মধ্যে। ৪৫ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার হার ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ৬৫ বছরের উর্ধ্বে বেড়েছে ৮ শতাংশ। এছাড়াও শেতাঙ্গদের মধ্যে এই হার সবচেয়ে বেশি।
১৯৪১ সালে দেশটিতে আত্মহত্যার হার সর্বোচ্চ ছিল। এরপর ২০০০ সালের পর থেকে ২০১৮ সাল পর্যন্ত এর হার উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০১৮ সালে দেশটিতে ৪৮ হাজার ৩০০জন আত্মহত্যা করেন। অর্থাৎ প্রতি ১ লাখ আমেরিকানের মধ্যে ১৪ দশমিক ২ শতাংশ মানুষ তাদের নিজের প্রাণ নিজে কেড়ে নিচ্ছেন।
এরপর করোনা মহামারির প্রথম বছর ২০১৯ সালে এই হার কিছুটা কমে আসে। পরের বছর ২০২০ সালেও এই হার বেশ কম ছিল। কিন্তু ২০২১ সালে আত্মহত্যার হার বিগত বছরের চেয়ে ৪ শতাংশ বেড়ে যায়।
গত বছর এই হার ২০১৮ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মহত্যা করেন ৪৯ হাজার ৪৪৯জন; যা বিগত বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। সিডিসির তথ্যানুসারে, ২০২২ সালে যারা আত্মহত্যা করেছেন তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশই পুরুষ।