টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে শ্যামলী পরিবহন ও এইচপি পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে, সংঘর্ষের ঘটনায় মহাসড়কের ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনে কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। ঘণ্টাখানেক পর পুলিশ ও অন্যান্যদের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে আসছিল। পথে ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গগামী আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির অন্তত ৪০ যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এ সময় অনেক যাত্রীর মালামাল খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাস যাত্রী মনির হোসেন জানান, চালকের পাশে বসে ছিলেন তিনি। চালক বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। এর আগেও ওই চালক সিরাজগঞ্জ এলাকায় দুর্ঘটনায় পড়েছিলেন বলে দাবি তার।
এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত উদ্ধার করে ৪০ জন আহত যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। সেনাবাহিনীও উদ্ধার কাজে সহায়তা করেছে। তবে দুর্ঘটনার পরপরই উভয় বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।