Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যমজ সন্তানের মা হলেন রুবিনা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৫৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • ১৮৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

রুবিনা দিলাইকের ঘরে জোড়া লক্ষ্মী এসেছে! রোববার (১৭ ডিসেম্বর) দুপুরেই এল সুখবর। টেলিপর্দার জনপ্রিয় ‘ছোটি বহু’র মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই খুশিতে ডগমগ হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকাবন্ধুরা। অভিনেত্রীর জিম প্রশিক্ষকের তরফেই রুবিনার যমজ সন্তানের মা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে।

রুবিনা দিলাইকের জিম ট্রেইনার জ্যোতি পাতিল এ খবর নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন জ্যোতি পাতিল। এতে তিনি লিখেন, ‘জমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ার জন্য অভিনন্দন রুবিনা দিলাইক।’ পরে এ পোস্ট সম্পাদনা করে তিনি লিখেন, ‘অভিনন্দন।’

তবে বাবা-মা হওয়ার খবর এখনো নিশ্চিত করেননি রুবিনা দিলাইক কিংবা তার বর অভিনব শুক্লা।

২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেন তারকা দম্পতি রুবিনা-অভিনব। চলতি বছরের আগস্ট মাসেই মা হওয়ার সুখবর দিয়েছিলেন টেলি অভিনেত্রী। সেই সময়ে স্বামী অভিনব শুক্লার সঙ্গে বেবিবাম্প নিয়ে বোল্ড ফটোশুট করে সোশাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছিলেন রুবিনা। সেই সাহসী ফটোশুট নিয়ে কম চর্চা হয়নি নেটপাড়ায়।

হবু মায়ের পরনে ছিল সাদা কাচুলি। অনাবৃত স্ফিতোদর। চোখেমুখে মাতৃত্বের ঝলক যেন ঠিকরে পড়ছিল। পুরোদস্তুর স্বামী সোহাগী অবতারেই ধরা দিয়েছিলেন রুবিনা। এবার যমজ সন্তানের মা হওয়ার খবর শোনা গেল। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনওরকম বার্তা দেননি মা-বাবা রুবিনা-অভিনবর কেউই। তবে বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, তারকাজুটির যমজ কন্য়াসন্তানই হয়েছে।

রুবিনার জিম ট্রেনার এক্স (টুইটার) হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তা জানানোর সময়েই যমজ কন্যাসন্তানের মেয়ের কথা উল্লেখ করেন। যদিও পরে সেই টুইট মুছে ফেলেন। তবে ততক্ষণে সেই খবর ভাইরাল হয়ে যায়। কখন রুবিনা-অভিনবরা আনুষ্ঠানিকভাবে সেই খবর দেবেন, সেই অপেক্ষাতেই রয়েছেন অনুরাগীরা।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন রুবিনা। যদিও তার অভিনয়ে আসা নিয়ে আপত্তি ছিল তার বাবা-মায়ের। কিন্তু পরবর্তী সময়ে রাজি হন তারা।

৩৩ বছর বয়সী রুবিনা ভারতে ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ। অভিনয়ে পা দিয়ে রূপ আর মেধার স্বাক্ষর রাখেন তিনি। তার অভিনীত অনেক নাটকই দর্শকপ্রিয়তা লাভ করেছে। তবে ‘শক্তি-অস্তিত্ব কে এহসাস কি’ সিরিয়াল দিয়ে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন। ছোট পর্দার পাশাপাশি বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন রুবিনা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মহিপুরে পাঁচ কিমি কাঁচা সড়কে হাঁটুজল, দুর্ভোগে পথচারী

যমজ সন্তানের মা হলেন রুবিনা

প্রকাশের সময় : ০৯:৫৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

রুবিনা দিলাইকের ঘরে জোড়া লক্ষ্মী এসেছে! রোববার (১৭ ডিসেম্বর) দুপুরেই এল সুখবর। টেলিপর্দার জনপ্রিয় ‘ছোটি বহু’র মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই খুশিতে ডগমগ হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকাবন্ধুরা। অভিনেত্রীর জিম প্রশিক্ষকের তরফেই রুবিনার যমজ সন্তানের মা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে।

রুবিনা দিলাইকের জিম ট্রেইনার জ্যোতি পাতিল এ খবর নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন জ্যোতি পাতিল। এতে তিনি লিখেন, ‘জমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ার জন্য অভিনন্দন রুবিনা দিলাইক।’ পরে এ পোস্ট সম্পাদনা করে তিনি লিখেন, ‘অভিনন্দন।’

তবে বাবা-মা হওয়ার খবর এখনো নিশ্চিত করেননি রুবিনা দিলাইক কিংবা তার বর অভিনব শুক্লা।

২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেন তারকা দম্পতি রুবিনা-অভিনব। চলতি বছরের আগস্ট মাসেই মা হওয়ার সুখবর দিয়েছিলেন টেলি অভিনেত্রী। সেই সময়ে স্বামী অভিনব শুক্লার সঙ্গে বেবিবাম্প নিয়ে বোল্ড ফটোশুট করে সোশাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছিলেন রুবিনা। সেই সাহসী ফটোশুট নিয়ে কম চর্চা হয়নি নেটপাড়ায়।

হবু মায়ের পরনে ছিল সাদা কাচুলি। অনাবৃত স্ফিতোদর। চোখেমুখে মাতৃত্বের ঝলক যেন ঠিকরে পড়ছিল। পুরোদস্তুর স্বামী সোহাগী অবতারেই ধরা দিয়েছিলেন রুবিনা। এবার যমজ সন্তানের মা হওয়ার খবর শোনা গেল। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনওরকম বার্তা দেননি মা-বাবা রুবিনা-অভিনবর কেউই। তবে বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, তারকাজুটির যমজ কন্য়াসন্তানই হয়েছে।

রুবিনার জিম ট্রেনার এক্স (টুইটার) হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তা জানানোর সময়েই যমজ কন্যাসন্তানের মেয়ের কথা উল্লেখ করেন। যদিও পরে সেই টুইট মুছে ফেলেন। তবে ততক্ষণে সেই খবর ভাইরাল হয়ে যায়। কখন রুবিনা-অভিনবরা আনুষ্ঠানিকভাবে সেই খবর দেবেন, সেই অপেক্ষাতেই রয়েছেন অনুরাগীরা।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন রুবিনা। যদিও তার অভিনয়ে আসা নিয়ে আপত্তি ছিল তার বাবা-মায়ের। কিন্তু পরবর্তী সময়ে রাজি হন তারা।

৩৩ বছর বয়সী রুবিনা ভারতে ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ। অভিনয়ে পা দিয়ে রূপ আর মেধার স্বাক্ষর রাখেন তিনি। তার অভিনীত অনেক নাটকই দর্শকপ্রিয়তা লাভ করেছে। তবে ‘শক্তি-অস্তিত্ব কে এহসাস কি’ সিরিয়াল দিয়ে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন। ছোট পর্দার পাশাপাশি বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন রুবিনা।