Dhaka বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুর থেকে চার শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর মিরপুর থেকে একদিনে অষ্টম শ্রেণিপড়ুয়া চার ছাত্রী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় চারজনের অভিভাবক থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজরা ছাত্রীরা হলো- কুলসুম, সামিয়া, খুশি ও তারমিন আক্তার কল্পনা। এরই মধ্যে তাদের উদ্ধারে কাজ শুরু করেছে থানা পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা ইউনিট।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে কাফরুল থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানান।

ওসি হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার (২৮ মার্চ) সকালে মাদরাসা ও স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি তারা। পরে ওই দিন রাতে চার শিক্ষার্থীর অভিভাবকরা কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তিনি বলেন, আমরা তাদের স্কুল ও আশপাশের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ দেখে প্রাথমিকভাবে ধারণা করছি ওই চার ছাত্রী একসঙ্গে ছিল। অবশ্য পরে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাকথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সিলেটের দিকে যাত্রা করেছে। তবে তাদের কারও সঙ্গে মোবাইল ফোন না থাকায় অবস্থান নিশ্চিত হতে একটু সময় লাগছে।

জানা যায়, নিখোঁজ হওয়া চার শিক্ষার্থী মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা। তারা বান্ধবী। তাদের মধ্যে কুলসুম, সামিয়া ও খুশি মিরপুর ১৩ নম্বরের আল-জাহারা গার্লস একাডেমি নামের মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী। আর তারমিন আক্তার কল্পনা কাজী আবুল হোসেন হাইস্কুলে ৮ম শ্রেণিতে পড়ে।

নিখোঁজ কুলসুমের বাবা ইসলাম জিডিতে উল্লেখ করেছেন, মঙ্গলবার (২৮ মার্চ) সকালে তার মেয়ে মাদরাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুরের পর তিনি জানতে পারেন তার মেয়ে মাদরাসায় যায়নি। অনেক খোঁজা-খুঁজির পর তিনি জানতে পারেন মেয়ের তিন বান্ধবীও বাসা থেকে বের হয়ে তারাও ফেরেনি।

আবহাওয়া

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের ফ্লাইট

মিরপুর থেকে চার শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশের সময় : ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর মিরপুর থেকে একদিনে অষ্টম শ্রেণিপড়ুয়া চার ছাত্রী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় চারজনের অভিভাবক থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজরা ছাত্রীরা হলো- কুলসুম, সামিয়া, খুশি ও তারমিন আক্তার কল্পনা। এরই মধ্যে তাদের উদ্ধারে কাজ শুরু করেছে থানা পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা ইউনিট।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে কাফরুল থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানান।

ওসি হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার (২৮ মার্চ) সকালে মাদরাসা ও স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি তারা। পরে ওই দিন রাতে চার শিক্ষার্থীর অভিভাবকরা কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তিনি বলেন, আমরা তাদের স্কুল ও আশপাশের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ দেখে প্রাথমিকভাবে ধারণা করছি ওই চার ছাত্রী একসঙ্গে ছিল। অবশ্য পরে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাকথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সিলেটের দিকে যাত্রা করেছে। তবে তাদের কারও সঙ্গে মোবাইল ফোন না থাকায় অবস্থান নিশ্চিত হতে একটু সময় লাগছে।

জানা যায়, নিখোঁজ হওয়া চার শিক্ষার্থী মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা। তারা বান্ধবী। তাদের মধ্যে কুলসুম, সামিয়া ও খুশি মিরপুর ১৩ নম্বরের আল-জাহারা গার্লস একাডেমি নামের মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী। আর তারমিন আক্তার কল্পনা কাজী আবুল হোসেন হাইস্কুলে ৮ম শ্রেণিতে পড়ে।

নিখোঁজ কুলসুমের বাবা ইসলাম জিডিতে উল্লেখ করেছেন, মঙ্গলবার (২৮ মার্চ) সকালে তার মেয়ে মাদরাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুরের পর তিনি জানতে পারেন তার মেয়ে মাদরাসায় যায়নি। অনেক খোঁজা-খুঁজির পর তিনি জানতে পারেন মেয়ের তিন বান্ধবীও বাসা থেকে বের হয়ে তারাও ফেরেনি।