Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরে প্রকাশ্যে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর মিরপুরে মানি একচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে প্রকাশ্য দিবালোকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে লুণ্ঠিত অর্থ, বিদেশি আগ্নেয়াস্ত্র ও একটি গাড়ি।

মঙ্গলবার (১৭ জুন) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির একাধিক টিম। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত ২৭ মে রাত ৮টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের একটি মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি এলাকায় একদল দুর্বৃত্ত ব্যবসায়ীর গতিরোধ করে। ছয়জনের ওই দলটি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুড়ে এবং তার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়।

পরে গোয়েন্দা পুলিশের তদন্তে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছয়জনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া অর্থের একটি অংশ, একটি বিদেশি অস্ত্র এবং ঘটনায় ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানান ডিবি কর্মকর্তারা।

এ বিষয়ে বিস্তারিত তথ্য বুধবার (১৮ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানিয়েছেন ডিসি তালেবুর রহমান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মহিপুরে পাঁচ কিমি কাঁচা সড়কে হাঁটুজল, দুর্ভোগে পথচারী

মিরপুরে প্রকাশ্যে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৬

প্রকাশের সময় : ১২:০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর মিরপুরে মানি একচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে প্রকাশ্য দিবালোকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে লুণ্ঠিত অর্থ, বিদেশি আগ্নেয়াস্ত্র ও একটি গাড়ি।

মঙ্গলবার (১৭ জুন) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির একাধিক টিম। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত ২৭ মে রাত ৮টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের একটি মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি এলাকায় একদল দুর্বৃত্ত ব্যবসায়ীর গতিরোধ করে। ছয়জনের ওই দলটি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুড়ে এবং তার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়।

পরে গোয়েন্দা পুলিশের তদন্তে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছয়জনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া অর্থের একটি অংশ, একটি বিদেশি অস্ত্র এবং ঘটনায় ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানান ডিবি কর্মকর্তারা।

এ বিষয়ে বিস্তারিত তথ্য বুধবার (১৮ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানিয়েছেন ডিসি তালেবুর রহমান।