Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মাস্ক ব্যবহারে কঠোরতা: জেলও হতে পারে

প্রতিকী ছবি

সরকারি নির্দেশনা উপেক্ষা করে এখনও মাস্ক ব্যবহার করেন না অনেকেই। বার বার নির্দেশনা দেয়ার পরেও মানুষ মাস্ক ব্যবহারে অনীহা প্রকাশ করেই যাচ্ছে। সে কারণে করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারে আরও কঠোর হচ্ছে সরকার। এখন থেকে মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা করা হবে। এরপরও মাস্ক না পরলে জেলের বিধান কার্যকর করা হতে পারে বলেন জানিয়েছেন জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩০ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে এক ব্রিফিং এ সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল এই বৈঠক হয়।

মাস্ক পরা নিশ্চিত করা প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগেই আমরা বলেছি, এই সপ্তাহ থেকে আরেকটু স্ট্রং অ্যাকশনে যাব। আমার মনে হয়, ঢাকার বাইরে পজিটিভ, ডিসিরা বলছেন, জেলা সদরে মানুষ মোটামুটি কেয়ারফুল হচ্ছে।

আরও পড়ুন : করোনা: চীনের সেই খবরকে ‘ভুয়া’ বললেন চীনা কর্মকর্তা

ঢাকা শহরে বোধহয় এখনও পুরোপুরি কেয়ারফুল হয়নি; তবে মোটামুটি একটা বার্তা যাচ্ছে যে, ফাইন হয়ে যাবে, ফাইন দিতে হবে ৫০০ টাকা। বলেছি এখন থেকে ম্যাক্সিমাম ফাইন করো, না হলে আমরা আরও ইনস্ট্রাকশন দেব। বলেছি সর্বোচ্চ জরিমানা করতে।

তিনি বলেন, আস্তে আস্তে আমাদের জেলে নেওোর দিকে যেতে হবে। কী করবে, না যদি শোনে, আমরা তো উই ক্যান নট টেক রিক্স, আমাদের যতটুকু সম্ভব করতে হবে, আমরা বলে দিয়েছি। আমরা আর সাত থেকে ১০ দিন দেখব, তারপর ইনস্ট্রাকশন দিয়ে দেব- আরও কঠোর পানিশমেন্টে যাও। যথাসম্ভব বেশি করে ফাইন করা হবে এবং স্ট্রং পানিশমেন্ট দেয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

মাস্ক ব্যবহারে কঠোরতা: জেলও হতে পারে

প্রকাশের সময় : ১০:৪৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০

সরকারি নির্দেশনা উপেক্ষা করে এখনও মাস্ক ব্যবহার করেন না অনেকেই। বার বার নির্দেশনা দেয়ার পরেও মানুষ মাস্ক ব্যবহারে অনীহা প্রকাশ করেই যাচ্ছে। সে কারণে করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারে আরও কঠোর হচ্ছে সরকার। এখন থেকে মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা করা হবে। এরপরও মাস্ক না পরলে জেলের বিধান কার্যকর করা হতে পারে বলেন জানিয়েছেন জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩০ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে এক ব্রিফিং এ সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল এই বৈঠক হয়।

মাস্ক পরা নিশ্চিত করা প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগেই আমরা বলেছি, এই সপ্তাহ থেকে আরেকটু স্ট্রং অ্যাকশনে যাব। আমার মনে হয়, ঢাকার বাইরে পজিটিভ, ডিসিরা বলছেন, জেলা সদরে মানুষ মোটামুটি কেয়ারফুল হচ্ছে।

আরও পড়ুন : করোনা: চীনের সেই খবরকে ‘ভুয়া’ বললেন চীনা কর্মকর্তা

ঢাকা শহরে বোধহয় এখনও পুরোপুরি কেয়ারফুল হয়নি; তবে মোটামুটি একটা বার্তা যাচ্ছে যে, ফাইন হয়ে যাবে, ফাইন দিতে হবে ৫০০ টাকা। বলেছি এখন থেকে ম্যাক্সিমাম ফাইন করো, না হলে আমরা আরও ইনস্ট্রাকশন দেব। বলেছি সর্বোচ্চ জরিমানা করতে।

তিনি বলেন, আস্তে আস্তে আমাদের জেলে নেওোর দিকে যেতে হবে। কী করবে, না যদি শোনে, আমরা তো উই ক্যান নট টেক রিক্স, আমাদের যতটুকু সম্ভব করতে হবে, আমরা বলে দিয়েছি। আমরা আর সাত থেকে ১০ দিন দেখব, তারপর ইনস্ট্রাকশন দিয়ে দেব- আরও কঠোর পানিশমেন্টে যাও। যথাসম্ভব বেশি করে ফাইন করা হবে এবং স্ট্রং পানিশমেন্ট দেয়া হবে।