Dhaka শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মানুষ আর নীলনকশার নির্বাচন হতে দেবে না : রেজাউল করীম

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:২৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • ১৮৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেন, মানুষ আর নীলনকশার নির্বাচন হতে দেবে না। সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের আয়োজন দেশকে আরও বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। দেশে সংঘাত-সহিংস পরিস্থিতিতে জনগণ ও দেশের অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দল বর্তমান সরকারের অধীনে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কোনো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে একতরফা নির্বাচন দেশকে অশান্ত করে তুলবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি। চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় এ সভা করে দলটি।

তিনি বলেন, সরকারের নির্দেশনায় সিইসি আরেকটা একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করলে দেশের মানুষ তা গ্রহণ করতে প্রস্তুত নয়। যদি সরকার জবরদস্তি করতে চায়, তাহলে নির্বাচন কমিশনকে (ইসি) পদত্যাগ করে রাজনৈতিক সংকট সমাধানের একটা পথ বের করা উচিত।

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কোনো পরিবেশ নেই জানিয়ে চরমোনাই পির বলেন, সরকারের নির্দেশনায় সিইসি আরেকটা একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করলে দেশের মানুষ তা গ্রহণ করতে প্রস্তুত নয়।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, ‘নর্বাচনকালীন সরকারের রূপরেখা তৈরি না করে নির্বাচনের ঘোষণা বিদ্যমান সংকেট নতুন মাত্রা যোগ করবে। যদি সরকার জবরদস্তি করতে চায়, তাহলে নির্বাচন কমিশনকে পদত্যাগ করে রাজনৈতিক সংকট সমাধানের একটা পথ বের করা উচিত। দেশের জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়।

দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বৈরী আবহাওয়ার কারণে আগৈলঝাড়ায় ছাতার কারিগরদের ব্যাপক কদর

মানুষ আর নীলনকশার নির্বাচন হতে দেবে না : রেজাউল করীম

প্রকাশের সময় : ০৯:২৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেন, মানুষ আর নীলনকশার নির্বাচন হতে দেবে না। সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের আয়োজন দেশকে আরও বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। দেশে সংঘাত-সহিংস পরিস্থিতিতে জনগণ ও দেশের অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দল বর্তমান সরকারের অধীনে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কোনো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে একতরফা নির্বাচন দেশকে অশান্ত করে তুলবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি। চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় এ সভা করে দলটি।

তিনি বলেন, সরকারের নির্দেশনায় সিইসি আরেকটা একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করলে দেশের মানুষ তা গ্রহণ করতে প্রস্তুত নয়। যদি সরকার জবরদস্তি করতে চায়, তাহলে নির্বাচন কমিশনকে (ইসি) পদত্যাগ করে রাজনৈতিক সংকট সমাধানের একটা পথ বের করা উচিত।

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কোনো পরিবেশ নেই জানিয়ে চরমোনাই পির বলেন, সরকারের নির্দেশনায় সিইসি আরেকটা একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করলে দেশের মানুষ তা গ্রহণ করতে প্রস্তুত নয়।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, ‘নর্বাচনকালীন সরকারের রূপরেখা তৈরি না করে নির্বাচনের ঘোষণা বিদ্যমান সংকেট নতুন মাত্রা যোগ করবে। যদি সরকার জবরদস্তি করতে চায়, তাহলে নির্বাচন কমিশনকে পদত্যাগ করে রাজনৈতিক সংকট সমাধানের একটা পথ বের করা উচিত। দেশের জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়।

দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।