Dhaka সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে ট্রাকচাপায় নিহত ২

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ২১৩ জন দেখেছেন

মাদারীপুর জেলা প্রতিনিধি : 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের পূর্ব সন্ন্যাসীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- লিমন বেপারী (২২) ও নয়ন হাওলাদার (২৩)। লিমন শিবচরের দ্বিতীয়খণ্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে এবং নয়ন একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তুম হাওলাদারের ছেলে। তারা দুজনই দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লিমন ও নয়ন। মাঝপথে পূর্ব সন্যাসীরচর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিমনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন নয়ন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং আহত একজনকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় ডাম্পট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে নিহত ব্যক্তিদের পরিবার থেকে লিখিত আবেদন পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৫ মাসের শিশুকে গলা কেটে হত্যা করলেন মা

মাদারীপুরে ট্রাকচাপায় নিহত ২

প্রকাশের সময় : ০১:০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

মাদারীপুর জেলা প্রতিনিধি : 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের পূর্ব সন্ন্যাসীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- লিমন বেপারী (২২) ও নয়ন হাওলাদার (২৩)। লিমন শিবচরের দ্বিতীয়খণ্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে এবং নয়ন একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তুম হাওলাদারের ছেলে। তারা দুজনই দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লিমন ও নয়ন। মাঝপথে পূর্ব সন্যাসীরচর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিমনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন নয়ন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং আহত একজনকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় ডাম্পট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে নিহত ব্যক্তিদের পরিবার থেকে লিখিত আবেদন পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।