Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মস্কোয় কনসার্টে হামলায় নিহত বেড়ে ৯৩

আন্তর্জাতিক ডেস্ক : 

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্টে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩ জন হয়েছে। এই ঘটনায় আরও ১৮৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২২ মার্চ) রাতে করা এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শনিবার (২৩ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

শুক্রবার মস্কোর পশ্চিমাঞ্চলে অবস্থিত ক্রোকাস সিটি হলের কনসার্টে যুদ্ধের পোশাক পরে বন্দুকধারীরা হামলা চালায়। হামলাকারীরা তখন স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে কনসার্টে উপস্থিত মানুষদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় বিস্ফোরকও ব্যবহার করে তারা। ফলে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ক্রোকাস সিটি হলে সোভিয়েত আমলের রক গ্রুপ ‘পিকনিক’ এর কনসার্ট ছিল। হামলার সময় কনসার্টে উপস্থিত ছিলেন ৬ হাজার ২০০ মানুষ। রাশিয়ায় ২০০৪ সালের বেসলান স্কুল অবরোধের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা এটি। তখন স্কুল অবরোধ করে ইসলামপন্থি জঙ্গিরা শতাধিক শিশুসহ এক হাজারেরও বেশি মানুষকে জিম্মি করেছিল।

যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, কনসার্টে আগত দর্শক-শ্রোতারা নিজ নিজ আসন গ্রহণ করছেন। এসময় বারবার গুলির শব্দ শোনা যায় এবং মানুষেরা এদিক-সেদিক ছুটাছুটি করে পালানের চেষ্টা করে।

অন্য আরেকটি ভিডিওতে একদল বন্দুকধারীকে গুলি চালাতে এবং কিছু মানুষ গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, ‘হঠাৎ আমাদের পেছনে জোরে শব্দ শোনা যায়-গুলির শব্দ। গুলিবর্ষণের শব্দ—আমি জানি না এটি ঠিক কী ছিল।’

প্রত্যক্ষদর্শী আরও বলেন, সবাই দৌড়ে এস্কেলেটরের দিকে চলে যায়। এসময় অনেকে পদদলিত হয়। সবাই চিৎকার করছিল আর দৌড়াচ্ছিল।

এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। টেলিগ্রামে গোষ্ঠীটির আমাক এজেন্সি এই তথ্য জানিয়েছে। আইএস একসময় ইরাক এবং সিরিয়ার বিশাল অংশের উপর নিয়ন্ত্রণ চেয়েছিল।

ইসলামিক স্টেট বলেছে, তাদের যোদ্ধারা মস্কোর উপকণ্ঠে হামলা করেছে। এতে ‘শত শত মানুষ হতাহত হয়েছে এবং নিরাপদে ঘাঁটিতে ফিরে আসার আগে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে।’ ওই বিবৃতিতে আরও বিস্তারিত কিছু জানানো হয়নি।

কিছু রাশিয়ান মিডিয়া একটি সাদা গাড়িতে অভিযুক্ত দুই হামলাকারীর একটি ছবি প্রকাশ করেছে।

কনসার্টে গুলি চালানোর জন্য ইসলামিক স্টেটের দায় স্বীকারের তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন গোয়েন্দারা। শুক্রবার একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কোকে হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছিল ওয়াশিংটন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘রাশিয়ানদের আমরা যথাযথভাবে সতর্ক করেছি।’ তবে এ নিয়ে আরও বিস্তারিত কোনও তথ্য দেননি তিনি।

এদিকে, এই হামলার জন্য কারা দায়ী এ নিয়ে এখনও কোনও কিছু জানায়নি রাশিয়া।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ রাশিয়ায় মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বলা হয়, মস্কোয় বড় জমায়েতে উগ্রপন্থীদের হামলার পরিকল্পনার খবর জানা গেছে। এ সতর্কবার্তায় বড় জমায়েতের মধ্যে কনসার্টের কথাও বলা হয়েছিল। সতর্কবার্তায় মস্কোয় অবস্থানরত মার্কিন নাগরিকদের ৪৮ ঘণ্টার জন্য বড় জমায়েত এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছিল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

মস্কোয় কনসার্টে হামলায় নিহত বেড়ে ৯৩

প্রকাশের সময় : ০৩:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্টে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩ জন হয়েছে। এই ঘটনায় আরও ১৮৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২২ মার্চ) রাতে করা এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শনিবার (২৩ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

শুক্রবার মস্কোর পশ্চিমাঞ্চলে অবস্থিত ক্রোকাস সিটি হলের কনসার্টে যুদ্ধের পোশাক পরে বন্দুকধারীরা হামলা চালায়। হামলাকারীরা তখন স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে কনসার্টে উপস্থিত মানুষদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় বিস্ফোরকও ব্যবহার করে তারা। ফলে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ক্রোকাস সিটি হলে সোভিয়েত আমলের রক গ্রুপ ‘পিকনিক’ এর কনসার্ট ছিল। হামলার সময় কনসার্টে উপস্থিত ছিলেন ৬ হাজার ২০০ মানুষ। রাশিয়ায় ২০০৪ সালের বেসলান স্কুল অবরোধের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা এটি। তখন স্কুল অবরোধ করে ইসলামপন্থি জঙ্গিরা শতাধিক শিশুসহ এক হাজারেরও বেশি মানুষকে জিম্মি করেছিল।

যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, কনসার্টে আগত দর্শক-শ্রোতারা নিজ নিজ আসন গ্রহণ করছেন। এসময় বারবার গুলির শব্দ শোনা যায় এবং মানুষেরা এদিক-সেদিক ছুটাছুটি করে পালানের চেষ্টা করে।

অন্য আরেকটি ভিডিওতে একদল বন্দুকধারীকে গুলি চালাতে এবং কিছু মানুষ গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, ‘হঠাৎ আমাদের পেছনে জোরে শব্দ শোনা যায়-গুলির শব্দ। গুলিবর্ষণের শব্দ—আমি জানি না এটি ঠিক কী ছিল।’

প্রত্যক্ষদর্শী আরও বলেন, সবাই দৌড়ে এস্কেলেটরের দিকে চলে যায়। এসময় অনেকে পদদলিত হয়। সবাই চিৎকার করছিল আর দৌড়াচ্ছিল।

এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। টেলিগ্রামে গোষ্ঠীটির আমাক এজেন্সি এই তথ্য জানিয়েছে। আইএস একসময় ইরাক এবং সিরিয়ার বিশাল অংশের উপর নিয়ন্ত্রণ চেয়েছিল।

ইসলামিক স্টেট বলেছে, তাদের যোদ্ধারা মস্কোর উপকণ্ঠে হামলা করেছে। এতে ‘শত শত মানুষ হতাহত হয়েছে এবং নিরাপদে ঘাঁটিতে ফিরে আসার আগে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে।’ ওই বিবৃতিতে আরও বিস্তারিত কিছু জানানো হয়নি।

কিছু রাশিয়ান মিডিয়া একটি সাদা গাড়িতে অভিযুক্ত দুই হামলাকারীর একটি ছবি প্রকাশ করেছে।

কনসার্টে গুলি চালানোর জন্য ইসলামিক স্টেটের দায় স্বীকারের তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন গোয়েন্দারা। শুক্রবার একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কোকে হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছিল ওয়াশিংটন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘রাশিয়ানদের আমরা যথাযথভাবে সতর্ক করেছি।’ তবে এ নিয়ে আরও বিস্তারিত কোনও তথ্য দেননি তিনি।

এদিকে, এই হামলার জন্য কারা দায়ী এ নিয়ে এখনও কোনও কিছু জানায়নি রাশিয়া।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ রাশিয়ায় মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বলা হয়, মস্কোয় বড় জমায়েতে উগ্রপন্থীদের হামলার পরিকল্পনার খবর জানা গেছে। এ সতর্কবার্তায় বড় জমায়েতের মধ্যে কনসার্টের কথাও বলা হয়েছিল। সতর্কবার্তায় মস্কোয় অবস্থানরত মার্কিন নাগরিকদের ৪৮ ঘণ্টার জন্য বড় জমায়েত এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছিল।