ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মী পদত্যাগ করেছেন। নবগঠিত এই কমিটির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই, বলেও পদত্যাগপত্রে দাবি করা হয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে লিখিত পদত্যাগপত্রে স্বাক্ষর করে ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি থেকে সরে যান এই ৬ ছাত্রদল কর্মী।
তারা হলেন- আনন্দমোহন কলেজ শাখার ছাত্রদলের সক্রিয় কর্মী কাওসার হাসান মিয়াদ ও তানজিলা ইমি, নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষার্থী আহসান উল্লাহ হুদয়, কে.বি কলেজের শিক্ষার্থী রিসাদুল আলম প্রিন্স, মুসলিম গার্লস কলেজের শিক্ষার্থী সাদিয়া জামান মিম এবং ফুলবাড়ীয়া কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান চঞ্চল। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিতে পদধারী ছিল।
ঘোষণাপত্রে তারা লিখেছেন, ‘আমরা জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা কমিটির নেতৃবৃন্দের নির্দেশে ৬ জুলাই থেকে ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। আমরা এই আন্দোলনে জাতীয়তাবাদের চেতনা থেকে অংশগ্রহণ করি। যার প্রেক্ষিতে ৩৬ জুলাই ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়ার মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করি এবং বিপ্লব পরবর্তী সময়ে দেশের সংকটময় পরিস্থিতিতে বিপ্লবী ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে দেশ সংস্কার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি গত ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর ও জেলা কমিটি প্রকাশিত হয়। উক্ত কমিটিতে আমাদের সাথে কোনোপ্রকার যোগাযোগ বা অবগত না করে আমাদের ময়মনসিংহ জেলা কমিটির- সংগঠক, সহ মুখপাত্র, যুগ্ম সদস্য সচিবসহ সদস্য পদে পদায়ন করা হয়।
তারা আরও বলেন, ‘আমরা মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমাদের উক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পদায়ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ কমিটি থেকে সজ্ঞানে আমরা সকলে পদত্যাগ করছি। এই কমিটির সাথে আমাদের কোনোপ্রকার সম্পৃক্ততা নেই।’
ছাত্রদল কর্মী কাওসার হাসান মিয়াদ বলেন, আমরা সবাই ছাত্রদল কর্মী। বিগত ৬ জুলাই থেকে ছাত্র-জনতার আন্দোলনে ময়মনসিংহ মহানগর ও উত্তর ও দক্ষিণ জেলা শাখার ছাত্রদল নেতাদের নির্দেশে জাতীয়তাবাদী চেতনা থেকে আমরা সামনের সারিতে থেকে আন্দোলন করেছি। এরই মাঝে গত ২৬ জানুয়ারি প্রকাশিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিতে আমাদের না জানিয়ে পদায়ন করা হয়েছে। কিন্তু আমরা সবাই শহীদ জিয়ার আদর্শের কর্মী। তাই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি থেকে পদত্যাগ করছি। এই কমিটির সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।
পদত্যাগের সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন বলেন, দলীয় নির্দেশে জাতীয়তাবাদী চেতনায় ছাত্র-জনতার আন্দোলনে আমাদের নেতাকর্মীরা সক্রিয় ছিল। কিন্তু না জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিতে আমাদের কর্মীদের পদায়ন করায় তারা পদত্যাগ করেছে।