নিয়ম ভেঙে মধ্যপ্রাচ্য থেকে বেশ কয়েকজন যাত্রী দেশে এসেছেন করোনার নেগেটিভ সনদ ছাড়াই। বিমান বন্দর সূত্র জানায়, সনদ যাচাই ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সনদ ছাড়া আগতদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক রুটের কোনো যাত্রী যাত্রা শুরুর সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে হাতে পাওয়া ‘করোনা নেগেটিভ’ সনদ ছাড়া বাংলাদেশে ঢুকতে পারবেন না। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিট অর্থাৎ আজ ৫ ডিসেম্বর থেকে এমন নির্দেশনা কার্যকর হয়েছে।
এরপর শনিবার সকাল ৮টা পর্যন্ত মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে পাঁচটি ফ্লাইটে ৬৯২ জন যাত্রী বিভিন্ন দেশ থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।
আরও পড়ুন : ঢাকায় বিমানের নতুন উড়োজাহাজ ‘ধ্রুবতারা’
নির্দেশনা অনুযায়ী, এই ৬৯২ জনের প্রায় সবাই যাত্রা শুরুর ৭২ ঘণ্টা সময়ের মধ্যে আরটি-পিসিআর ল্যাবরেটরিতে পরীক্ষা করিয়ে ‘করোনা নেগেটিভ’ সনদ নিয়েই বাংলাদেশে এসেছেন।
তবে মধ্যপ্রাচ্য থেকে আসা স্বল্পসংখ্যক যাত্রী আরটি-পিসিআর ল্যাবরেটরির বদলে অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট নিয়ে এসেছেন কিংবা সনদ না নিয়েই দেশে ফিরেছেন।