Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে কাঁপল ভারতের আন্দামান দ্বীপপুঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক : 

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কম্পন অনুভূত হয়েছে জানায় সংস্থাটি।

শনিবার (২৯ জুলাই) প্রথম প্রহরে হওয়া এই ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে তারা।

তবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের পাওয়া যায়নি। এনসিএসের এক প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটি থেকে ৬৯ কিলোমিটার গভীরে। অপরদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস-কে (জিএফজেড) উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান শহর পোর্ট ব্লেয়ারের কাছে ভূমিকম্পটির উৎপত্তি এবং এটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।

প্রায় ৩০০ দ্বীপ নিয়ে গঠিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এর সাদা বালুর সৈকত, ম্যানগ্রোভ ও ক্রান্তীয় বনভূমির জন্য পরিচিত। এখানকার প্রত্যন্ত কয়েকটি দ্বীপে আদিবাসী আন্দামান নৃগোষ্ঠীর লোকজন বসবাস করে।

গত বছরের জুলাই মাসেই ২৪ ঘণ্টার ব্যবধানে ২২ বার কেঁপে উঠেছিল আন্দামানের মাটি। প্রথম কম্পন অনুভূত হয়েছিল ৪ জুলাই ৫টা ৪২ মিনিটে। তারপর ৫ জুলাই সকাল পর্যন্ত আরও ২১ বার কেঁপে উঠেছিল আন্দামান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

ভূমিকম্পে কাঁপল ভারতের আন্দামান দ্বীপপুঞ্জ

প্রকাশের সময় : ১২:৪৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কম্পন অনুভূত হয়েছে জানায় সংস্থাটি।

শনিবার (২৯ জুলাই) প্রথম প্রহরে হওয়া এই ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে তারা।

তবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের পাওয়া যায়নি। এনসিএসের এক প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটি থেকে ৬৯ কিলোমিটার গভীরে। অপরদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস-কে (জিএফজেড) উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান শহর পোর্ট ব্লেয়ারের কাছে ভূমিকম্পটির উৎপত্তি এবং এটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।

প্রায় ৩০০ দ্বীপ নিয়ে গঠিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এর সাদা বালুর সৈকত, ম্যানগ্রোভ ও ক্রান্তীয় বনভূমির জন্য পরিচিত। এখানকার প্রত্যন্ত কয়েকটি দ্বীপে আদিবাসী আন্দামান নৃগোষ্ঠীর লোকজন বসবাস করে।

গত বছরের জুলাই মাসেই ২৪ ঘণ্টার ব্যবধানে ২২ বার কেঁপে উঠেছিল আন্দামানের মাটি। প্রথম কম্পন অনুভূত হয়েছিল ৪ জুলাই ৫টা ৪২ মিনিটে। তারপর ৫ জুলাই সকাল পর্যন্ত আরও ২১ বার কেঁপে উঠেছিল আন্দামান।