Dhaka শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাংকের সুদের হার আরো বাড়বে : সালমান এফ রহমান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

আগামীতে ব্যাংকের সুদহার আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিডা কনফারেন্সরুমে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়সভা শেষে তিনি এ কথা জানান।

এসময় দেশের ব্যবসা বাণিজ্যের চ্যালেঞ্জ ও রাজস্ব বিভাগের বিভিন্ন হয়রানির চিত্র তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। জবাবে সালমান এফ রহমান সংকট নিরসনে রাজস্ব বিভাগের সঙ্গে এফবিসিসিআইকে নিবিড়ভাবে কাজ করার পরামর্শ দেন।

এসময় ব্যবসায়ীদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সালমান এফ রহমান বলেন, ব্যবসায় প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা সরকারের কাজ। ব্যবসায়ীদের লাভ নিশ্চিত করা সরকারের দায়িত্ব নয়। সরকার অনেক দিন থেকেই ব্যাংকের সুদহার নিয়ন্ত্রণে রেখেছিল। কিন্তু এখন আমানতের সুদহার বাড়ানোর ফলে আগামীতে তা আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না।

ব্যবসায়ীদের বাড়তি সুদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে জানিয়ে তিনি বলেন, সরকার রাজস্ব আহরণে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। ব্যবসায়ীদের দাবির মুখে কর কমানো হলেও কাঙ্ক্ষিত হারে রাজস্ব বাড়েনি। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যবসায়ীদের নিয়মিত কর পরিশোধ করতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ব্যবসায়ীরা রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা করছেন না বলে জানিয়ে তিনি বলেন, গত ১৫ বছর ধরে দেশে যেমন রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, আগামী নির্বাচনেও সেরকম স্থিতিশীলতা থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

সালমান এফ রহমান বলেন, অতীতে জাতীয় সংসদের নির্বাচন সংবিধান অনুযায়ী হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনও হবে সংবিধান মোতাবেক হবে।

এফবিসিসিআইয়ের সভাপতি মো. মাহাবুবুল আলম ব্যবসা পরিচালনার ব্যয় নিয়ন্ত্রণ এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কমপ্লায়েন্সের সাথে সমন্বয় করে দেশে ভ্যাট, ট্যাক্স এবং ইউটিলিটি চার্জ বাস্তবায়নের আহ্বান জানান।

এসময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, এফবিসিসিআই-এর সহ-সভাপতি খায়রুল হুদা চপল, শমী কায়সার, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), যশোদা জীবন দেবনাথসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ও কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশে প্রথমবারের মতো সিটিআইসি আয়োজিত হবে আগামী ১৩ থেকে ১৪ সেপ্টেম্বর। কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল আয়োজিত দুই-দিন ব্যাপী এ অনুষ্ঠানের কো-পার্টনার হিসেবে রয়েছে বিডা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জেড-আই ফাউন্ডেশন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৩ সেপ্টেম্বর ফোরামটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে ‘কমনওয়েলথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ দেবেন প্রধানমন্ত্রী।

লিখিত বক্তব্যে সালমান এফ রহমান বলেন, সিটিআইসির অনুষ্ঠানে মোট ১২টি সেশন রাখা হয়েছে। সেশনে বাংলাদেশ ও কমনওয়েলথের বিভিন্ন সদস্য দেশ থেকে আগত সরকারি ও বেসরকারি খাতের শীর্ষ প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এ পর্যন্ত ২৫০ জন বিদেশি অংশগ্রহণকারী বাংলাদেশে এসেছেন, যাদের সংখ্যা খুব শিগগিরই ৩০০-তে উন্নীত হবে। ১৩ জন বিদেশি মন্ত্রী ও সংসদ সদস্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। কমনওয়েলথ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগগুলো ১৩-১৪ সেপ্টেম্বর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এই সেশনসমূহে তুলে ধরবেন তারা।

কমনওয়েলথের আওতায় ৫৬টি দেশে ২ দশমিক ৫ বিলিয়ন মানুষ বসবাস করেন, যা বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ। কমনওয়েলথ দেশসমূহের সম্মিলিত জিডিপি ৪১৩ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, যা ২০২৭ সালের মধ্যে ১৯৯ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে। কমনওয়েলথের নেটওয়ার্ক ব্যবহার করে, বাংলাদেশ বাংলাদেশি রপ্তানি পণ্যের নতুন বাজার তৈরি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বার্ড স্ট্রাইক, বেঙ্গালুরুতে ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ব্যাংকের সুদের হার আরো বাড়বে : সালমান এফ রহমান

প্রকাশের সময় : ০৭:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

আগামীতে ব্যাংকের সুদহার আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিডা কনফারেন্সরুমে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়সভা শেষে তিনি এ কথা জানান।

এসময় দেশের ব্যবসা বাণিজ্যের চ্যালেঞ্জ ও রাজস্ব বিভাগের বিভিন্ন হয়রানির চিত্র তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। জবাবে সালমান এফ রহমান সংকট নিরসনে রাজস্ব বিভাগের সঙ্গে এফবিসিসিআইকে নিবিড়ভাবে কাজ করার পরামর্শ দেন।

এসময় ব্যবসায়ীদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সালমান এফ রহমান বলেন, ব্যবসায় প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা সরকারের কাজ। ব্যবসায়ীদের লাভ নিশ্চিত করা সরকারের দায়িত্ব নয়। সরকার অনেক দিন থেকেই ব্যাংকের সুদহার নিয়ন্ত্রণে রেখেছিল। কিন্তু এখন আমানতের সুদহার বাড়ানোর ফলে আগামীতে তা আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না।

ব্যবসায়ীদের বাড়তি সুদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে জানিয়ে তিনি বলেন, সরকার রাজস্ব আহরণে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। ব্যবসায়ীদের দাবির মুখে কর কমানো হলেও কাঙ্ক্ষিত হারে রাজস্ব বাড়েনি। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যবসায়ীদের নিয়মিত কর পরিশোধ করতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ব্যবসায়ীরা রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা করছেন না বলে জানিয়ে তিনি বলেন, গত ১৫ বছর ধরে দেশে যেমন রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, আগামী নির্বাচনেও সেরকম স্থিতিশীলতা থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

সালমান এফ রহমান বলেন, অতীতে জাতীয় সংসদের নির্বাচন সংবিধান অনুযায়ী হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনও হবে সংবিধান মোতাবেক হবে।

এফবিসিসিআইয়ের সভাপতি মো. মাহাবুবুল আলম ব্যবসা পরিচালনার ব্যয় নিয়ন্ত্রণ এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কমপ্লায়েন্সের সাথে সমন্বয় করে দেশে ভ্যাট, ট্যাক্স এবং ইউটিলিটি চার্জ বাস্তবায়নের আহ্বান জানান।

এসময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, এফবিসিসিআই-এর সহ-সভাপতি খায়রুল হুদা চপল, শমী কায়সার, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), যশোদা জীবন দেবনাথসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ও কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশে প্রথমবারের মতো সিটিআইসি আয়োজিত হবে আগামী ১৩ থেকে ১৪ সেপ্টেম্বর। কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল আয়োজিত দুই-দিন ব্যাপী এ অনুষ্ঠানের কো-পার্টনার হিসেবে রয়েছে বিডা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জেড-আই ফাউন্ডেশন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৩ সেপ্টেম্বর ফোরামটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে ‘কমনওয়েলথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ দেবেন প্রধানমন্ত্রী।

লিখিত বক্তব্যে সালমান এফ রহমান বলেন, সিটিআইসির অনুষ্ঠানে মোট ১২টি সেশন রাখা হয়েছে। সেশনে বাংলাদেশ ও কমনওয়েলথের বিভিন্ন সদস্য দেশ থেকে আগত সরকারি ও বেসরকারি খাতের শীর্ষ প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এ পর্যন্ত ২৫০ জন বিদেশি অংশগ্রহণকারী বাংলাদেশে এসেছেন, যাদের সংখ্যা খুব শিগগিরই ৩০০-তে উন্নীত হবে। ১৩ জন বিদেশি মন্ত্রী ও সংসদ সদস্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। কমনওয়েলথ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগগুলো ১৩-১৪ সেপ্টেম্বর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এই সেশনসমূহে তুলে ধরবেন তারা।

কমনওয়েলথের আওতায় ৫৬টি দেশে ২ দশমিক ৫ বিলিয়ন মানুষ বসবাস করেন, যা বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ। কমনওয়েলথ দেশসমূহের সম্মিলিত জিডিপি ৪১৩ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, যা ২০২৭ সালের মধ্যে ১৯৯ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে। কমনওয়েলথের নেটওয়ার্ক ব্যবহার করে, বাংলাদেশ বাংলাদেশি রপ্তানি পণ্যের নতুন বাজার তৈরি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।