Dhaka শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বেসরকারি সব স্কুল-কলেজের সভাপতিকে অপসারণ, নতুন দায়িত্ব পেলেন ডিসি-ইউএনওরা

নিজস্ব প্রতিবেদক : 

দেশের সব বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের নতুন দায়িত্ব পেয়েছেন বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনওরা। তবে সভাপতি অপসারণ হলেও কমিটির অন্যান্য সদস্যরা নিজ নিজ পদে বহাল থাকবেন।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলামের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক/জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৮ ধারা অনুযায়ী তারা এ দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলে হয়, মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার/বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব প্রদান করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলাম বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বা ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করা হয়েছে, তবে বিদ্যমান কমিটির অন্যান্য সদস্যরা তাদের পদে বহাল থাকবেন।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশে ৩৩ হাজার ৬৫০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ১৮ হাজার ৩৪০টি, স্কুল অ্যান্ড কলেজ ১ হাজার ৪১৭টি, কলেজ ২ হাজার ৪০৭টি, মাদ্রাসা ৯ হাজার ২৫৬টি এবং কারিগরি ও ভোকেশনাল (স্বতন্ত্র) শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ২৩০টি।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির মাধ্যমে পরিচালিত হয়, যেখানে সভাপতি ছাড়াও ১১ থেকে ১৪ জন সদস্য থাকেন। এই কমিটিগুলো প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ, বরখাস্ত, নিয়োগ, বাজেট অনুমোদন ও অন্যান্য প্রশাসনিক কাজ পরিচালনা করে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বেসরকারি সব স্কুল-কলেজের সভাপতিকে অপসারণ, নতুন দায়িত্ব পেলেন ডিসি-ইউএনওরা

প্রকাশের সময় : ০৭:৪৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

দেশের সব বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের নতুন দায়িত্ব পেয়েছেন বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনওরা। তবে সভাপতি অপসারণ হলেও কমিটির অন্যান্য সদস্যরা নিজ নিজ পদে বহাল থাকবেন।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলামের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক/জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৮ ধারা অনুযায়ী তারা এ দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলে হয়, মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার/বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব প্রদান করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলাম বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বা ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করা হয়েছে, তবে বিদ্যমান কমিটির অন্যান্য সদস্যরা তাদের পদে বহাল থাকবেন।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশে ৩৩ হাজার ৬৫০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ১৮ হাজার ৩৪০টি, স্কুল অ্যান্ড কলেজ ১ হাজার ৪১৭টি, কলেজ ২ হাজার ৪০৭টি, মাদ্রাসা ৯ হাজার ২৫৬টি এবং কারিগরি ও ভোকেশনাল (স্বতন্ত্র) শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ২৩০টি।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির মাধ্যমে পরিচালিত হয়, যেখানে সভাপতি ছাড়াও ১১ থেকে ১৪ জন সদস্য থাকেন। এই কমিটিগুলো প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ, বরখাস্ত, নিয়োগ, বাজেট অনুমোদন ও অন্যান্য প্রশাসনিক কাজ পরিচালনা করে।