নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের সড়কগুলোতে ব্যাপক জনসমাগমের কারণে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের সম্মানিত যাত্রীদের বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায় বিমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)-তে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে, যার ফলে তীব্র যানজট সৃষ্টি হতে পারে।
এই অবস্থায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটের যাত্রীদের ফ্লাইটের নির্ধারিত সময়ের পর্যাপ্ত আগে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যানজটের কারণে যেন কোনো যাত্রী ফ্লাইট মিস না করেন, সেজন্যই এই আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যাত্রীদের যাত্রা যেন সুষ্ঠু ও নির্বিঘ্ন হয়, সেটি নিশ্চিত করতেই এই বিশেষ অনুরোধ জানানো হয়েছে। যাত্রীদের সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি।
নিজস্ব প্রতিবেদক 























