নিজস্ব প্রতিবেদক :
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মাসুদ আহমেদ তালুকদারের সব পদ স্থগিত করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) সংগঠনটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
মাসুদ আহমেদ তালুকদার ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
এর আগে দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন।
মাসুদ আহমেদ তালুকদার দীর্ঘদিন ধরে বিএনপিপন্থী আইনজীবীদের নেতৃত্ব দিয়ে আসছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতাদের মামলার শুনানিতে তিনি অংশ নেন।