আন্তর্জাতিক ডেস্ক :
ফ্রান্সের পূর্বাঞ্চলে প্রতিবন্ধীদের একটি হলিডে হোমে অগ্নিকাণ্ডের ঘটনায় নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে থাকা আরো দুইজন নিখোঁজ রয়েছেন। তারাও মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ বুধবার (৯ আগস্ট) এ তথ্য জানায়।
বাড়িটি স্টার্সবার্গের প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে উইন্টজেনহেম শহরে। এই ১১ জনসহ মোট ২৮ জন ছুটি কাটাতে ন্যানসি শহর থেকে গাড়িতে দুই ঘণ্টার দূরত্বে এখানে বেড়াতে এসেছিলেন।
একটি দাতব্য সংস্থা বাড়িটি ভাড়া নিয়েছিল। সংস্থাটি মানসিক প্রতিবন্ধীদের বিভিন্ন কিছু শিখিয়ে থাকে।
স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ছয়টায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।
ফ্রান্সের পূর্বাঞ্চলের হাউত-রিন প্রিফেকচারের সেক্রেটারি জেনারেল ক্রিস্টোফ মারোত এক বিবৃতিতে বলেন, দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়িটি থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার ব্রিগেডের উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী ফিলিপ্পি হাওউইলার এএফপিকে বলেন, এখনো নিখোঁজ দুজনের সন্ধান চলছে।
ডেপুটি মেয়র ডেনিয়েল লেরয় বলেন, ড্রোন ব্যবহার করে তিনজনের মরদেহ শনাক্ত হয়। অন্যদের মরদেহগুলো উদ্ধারকারীর নিজেরা খুঁজে পান। এ সময তারা কুকুরের সাহায্য নেন।
ফ্রান্স-থ্রি টিভি চ্যানেলের খবরে বলা হয়, ১১ জনের মধ্যে ১০ জনই প্রাপ্তবয়স্ক এবং তাঁরা প্রতিবন্ধী। আর একজন স্টাফ সদস্য।
স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেন, আগুনে ৫০০ বর্গমিটার ভবনটির ৩০০ বর্গমিটারই পুড়ে গেছে। উদ্ধারকাজ এখনো চলছে।
প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ ঘটনাকে ট্র্যাজেডি বলে মন্তব্য করেছে। তিনি ভুক্তভোগীদের পরিবার ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা প্রকাশ করে ট্ইুট করেন।