নিজস্ব প্রতিবেদক :
সোমবার (১৭ মার্চ) পুলিশের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকার কথা রয়েছে।
রোববার (১৬ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সারা দেশের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সোমবার প্রধান উপদেষ্টা এসব কর্মকর্তার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শুনবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এই সভায় পুলিশের আইজিপি স্বাগত বক্তব্য রাখবেন এবং পুলিশের পক্ষ থেকে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো ব্যাখ্যা করবেন। পাশাপাশি পুলিশের মনোবল ফিরিয়ের আনার যে চেষ্টা, সে বিষয়ে আইজিপি প্রধান উপদেষ্টাকে জানাবেন।’
আবুল কালাম আজাদ বলেন, ‘ক্রাইম নিয়ে পারসেপশন এবং ফ্যাক্টসের মধ্যে যে ব্যবধান আছে, অনেক সময় আমরা ধরে নিচ্ছি যে, ক্রাইম বেশি কিন্তু আসলে ফ্যাক্টস এবং ফিগার অন্য কথা বলে। উনি এই বিষয়টিও ব্যাখ্যা করবেন।’
তিনি আরও বলেন, ‘এছাড়া মাঠ পর্যায়ের পুলিশের ৬ জন কর্মকর্তা ছয়টি ফোকাল পয়েন্টে কথা বলবেন। এর মধ্যে পুলিশের লজিস্টিক্স, আবাসন, শিল্প পুলিশের কাজ আছে। এটা একটি বিশেষ সভা। এর আগে এই ধরনের সভা অনুষ্ঠিত হয়নি। এই সভায় প্রধান উপদেষ্টা পুলিশকে দিক নির্দেশনা দেবেন। ’
পুলিশ সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ওই বৈঠকে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি (উপমহাপরিদর্শক), মহানগর পুলিশ কমিশনার, সব ইউনিটের প্রধান, পুলিশ সদর দপ্তরের তিনজন ডিআইজি ও সব অতিরিক্ত আইজিপি এবং আইজিপিগণ উপস্থিত থাকবেন।
ব্রিফিংয়ে বলা হয়, এবার পুলিশ সপ্তাহ হবে ২৯ এপ্রিল। এবার সেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনা দেবেন। তার আগে আগামীকালের সভায় পুলিশকে বিশেষ দিক নির্দেশনা দেওয়ার জন্য ডাকা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সিনিয়র সহকারি প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ।