Dhaka বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পার্বতীপুরে মোটরসাইকেল-কার্ভাডভ্যানের সংঘর্ষে নিহত ২

দিনাজপুর জেলা প্রতিনিধি : 

দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের হাজীর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পার্বতীপুর রঘুনাথপুর মেধ্যাপাড়া এলাকার বুলুর ছেলে শাহিনুর ইসলাম (৩০) ও একই উপজেলার রামপুরা ছোট হরিপুর এলাকার অবনীশ চন্দ্র রায়ের পুত্র সুখদেব কুমার রায় (৪২)। এ ঘটনায় আহত সাজেদুর রহমান (২৮) উপজেলার জাহানাবাদ গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানটি সৈয়দপুর যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে আহত মোটরসাইকেলের তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায় বলেন, এসএ পরিবহনের কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। পুলিশ কাভার্ডভ্যানের চালককে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পার্বতীপুরে মোটরসাইকেল-কার্ভাডভ্যানের সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ০২:৫৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

দিনাজপুর জেলা প্রতিনিধি : 

দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের হাজীর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পার্বতীপুর রঘুনাথপুর মেধ্যাপাড়া এলাকার বুলুর ছেলে শাহিনুর ইসলাম (৩০) ও একই উপজেলার রামপুরা ছোট হরিপুর এলাকার অবনীশ চন্দ্র রায়ের পুত্র সুখদেব কুমার রায় (৪২)। এ ঘটনায় আহত সাজেদুর রহমান (২৮) উপজেলার জাহানাবাদ গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানটি সৈয়দপুর যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে আহত মোটরসাইকেলের তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায় বলেন, এসএ পরিবহনের কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। পুলিশ কাভার্ডভ্যানের চালককে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।