আন্তর্জাতিক ডেস্ক :
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে একজন পাইলট বিমান উড্ডয়ন করতে অস্বীকৃতি জানিয়ে নিজেকে বিমানের ককপিটে আটকে রেখেছেন। তিনি দাবি করেন, তিনি বেতন বকেয়া থাকার প্রতিবাদ করছেন।
রিফর্মা সংবাদপত্রসহ স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃত করা শুক্রবারের (১৯ ডিসেম্বর) একটি ভিডিওতে দেখা গেছে, বিমানের ককপিট থেকে পাইলট বাণিজ্যিক ফ্লাইটটিতে থাকা যাত্রীদের বলছেন, এই বিমানটি ছাড়বে না যতক্ষণ না তারা আমাদের পাওনা পরিশোধ করে।
বার্তা সংস্থা এএফপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
পাইলট জানান, তার নিয়োগকর্তার কাছ থেকে তিনি পাঁচ মাসের বেতন এবং ভ্রমণ খরচ পাওনা রয়েছেন। তিনি তিন সন্তানের বাবা।
ভিডিওতে আরও দেখা যায়, যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি প্রায় তিন বছর ধরে এই বিমান সংস্থায় আছি। আমি কখনো একটি ফ্লাইটও শেষ করতে ব্যর্থ হইনি।’
মেক্সিকো সিটির বেনিটো জুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা এক্স-পোস্ট বলেছেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যারিবিয়ান রিসোর্ট শহর কানকুনে যাওয়ার একটি নির্ধারিত ফ্লাইট নিয়ে তদন্ত করছে।
মেক্সিকার গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, পাইলটকে আটক করা হয়েছে এবং বিমান থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 
























