বিদেশি পর্যটকদের জন্য আগামী মার্চ থেকে কোয়ারেন্টাইন ছাড়াই খুলে দেওয়া হচ্ছে মালয়েশিয়ার আন্তর্জাতিক ফ্লাইট।
স্থানীয় সময় মঙ্গলবার দেশটির গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে মালয়েশিয়ার জাতীয় পুনরুদ্ধার কাউন্সিলের (এনআরসি) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন।
একইসঙ্গে দেশটির সীমান্তবর্তী বর্ডারগুলোও বর্তমান ঝুঁকি মূল্যায়নের ওপর ভিত্তি করে খুলে দেওয়া হবে বলে জানান তিনি।
এসময় তিনি বলেন, বিদেশি পর্যটকদের অবশ্যই মালয়েশিয়ায় প্রবেশকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রবেশের আগে ও পরে কোভিড-১৯ পরীক্ষা করতে হবে।
তবে যাত্রীদেরকে ফ্লাইট ছাড়ার সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে।
মালয়েশিয়ায় পৌঁছার পর আবারও কোভিড পরীক্ষা করাতে হবে।
সেখানে ফল নেগেটিভ হলে কোয়ারেন্টিনে থাকতে হবে না।
এর আগে মালয়েশিয়ার জাতীয় পুনরুদ্ধার কাউন্সিলের (এনআরসি) এক বৈঠকে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল জাইমি দাউদ সীমান্ত খোলার বিষয়টি উত্থাপন করেছিলেন।