পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ২৬ জুন রোববার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপণ জারি করে সেতু বিভাগ। তথ্যটি নিশ্চিত করেছে তথ্য মন্ত্রণালয়।
প্রজ্ঞাপণে বলা হয়, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে থেকে এ আদেশ কার্যকর হবে। পুনরাদেশ না দেয়া পর্যন্ত আদেশটি বলবৎ থাকবে।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু উদ্বোধনের পর রোববার সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য উন্মোক্ত করে দেয় সরকার। কিন্তু সকাল থেকেই সেতুতে উল্লেখযোগ্যভাবে মোটরসাইকেলের দেখা গিয়েছে। এদিকে চলাচলের প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে। রোববার রাত ৮টায় সেতুতে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একজনের অবস্থা আশংজনক বলে জানানো হয়।