নোয়াখালী জেলা প্রতিনিধি :
নোয়াখালী শহর থেকে দুই হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে মাইজদী হাউজিং বালুর মাঠের ডা. রেজাউল করিম বারী ডায়াগনস্টিক হাসপাতালের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নাজমা আক্তার (৩৫) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের মৃত আহম্মদ উল্যাহর মেয়ে। তার স্বামী এরশাদ (৩৮) কক্সবাজারের টেকনাফ থানার হীলা ইউনিয়নের পূর্ব শিকদার পাড়ার নাজিম উদ্দিন মৌলভী বাড়ির আলী আহাম্মদের ছেলে।
এ সময় ওই দুজনের কাছ থেকে ২ হাজার ইয়াবা জব্দ করা হয়। আটক দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটক স্বামী-স্ত্রী পেশাদার মাদক কারবারি। তাঁদের বিরুদ্ধে আগেও বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করা হবে।
পুলিশ জানায়, মাইজদী হাউজিং বালুর মাঠ এলাকায় মাদক কারবারিরা একত্র হয়ে মাদক বেচাকেনার কাজ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইয়াবা কেনাবেচার সময় দুজনকে হাতেনাতে আটক করে। পরে তাঁদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২ হাজার ইয়াবা জব্দ করা হয়।