Dhaka মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে অবৈধ ১৩ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা

নোয়াখালী জেলা প্রতিনিধি : 

নোয়াখালীতে অবৈধ ১৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এ সময় ইটভাটা গুলোর মালিককে ১১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনভর বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১৩ টি ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা ও জরিমানা করা হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযানের নেতৃত্ব দেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনের লক্ষ্যে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে অভিযান পরিচালনা করে মোট ১৩ টি ইটভাটা বন্ধ করা হয়। এসময় সর্বমোট ১১ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে হাতিয়া উপজেলায় ৩টি ইটভাটার চিমনি ও চুলা গুড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ১ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়াও সুবর্ণচর উপজেলায় তিনটি ইটভাটা বন্ধ করে ৫ লাখ টাকা, কবিরহাট উপজেলায় দুইটি ইটভাটা বন্ধ করে ১ লাখ টাকা, কোম্পানীগঞ্জ উপজেলায় দুইটি ইটভাটা বন্ধ করে ২ লাখ টাকা, বেগমগঞ্জ উপজেলায় একটি ইটভাটা বন্ধ করে ৫০ হাজার টাকা এবং সেনবাগ উপজেলায় দুইটি ইটভাটা বন্ধ করে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নোয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনের ব্যত্যয় ঘটিয়ে নিষিদ্ধ স্থানে ইটভাটা গুলো পরিচালিত হচ্ছিল। যে কারণে ইটভাটা গুলো গুড়িয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অভিযান গুলোর নেতৃত্ব দেন। এছাড়াও বন্ধ ঘোষণার পাশাপাশি ১৩ টি ইটভাটা ১১ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনে জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নোয়াখালীতে অবৈধ ১৩ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা

প্রকাশের সময় : ০৭:০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

নোয়াখালী জেলা প্রতিনিধি : 

নোয়াখালীতে অবৈধ ১৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এ সময় ইটভাটা গুলোর মালিককে ১১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনভর বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১৩ টি ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা ও জরিমানা করা হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযানের নেতৃত্ব দেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনের লক্ষ্যে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে অভিযান পরিচালনা করে মোট ১৩ টি ইটভাটা বন্ধ করা হয়। এসময় সর্বমোট ১১ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে হাতিয়া উপজেলায় ৩টি ইটভাটার চিমনি ও চুলা গুড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ১ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়াও সুবর্ণচর উপজেলায় তিনটি ইটভাটা বন্ধ করে ৫ লাখ টাকা, কবিরহাট উপজেলায় দুইটি ইটভাটা বন্ধ করে ১ লাখ টাকা, কোম্পানীগঞ্জ উপজেলায় দুইটি ইটভাটা বন্ধ করে ২ লাখ টাকা, বেগমগঞ্জ উপজেলায় একটি ইটভাটা বন্ধ করে ৫০ হাজার টাকা এবং সেনবাগ উপজেলায় দুইটি ইটভাটা বন্ধ করে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নোয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনের ব্যত্যয় ঘটিয়ে নিষিদ্ধ স্থানে ইটভাটা গুলো পরিচালিত হচ্ছিল। যে কারণে ইটভাটা গুলো গুড়িয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অভিযান গুলোর নেতৃত্ব দেন। এছাড়াও বন্ধ ঘোষণার পাশাপাশি ১৩ টি ইটভাটা ১১ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনে জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।