Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

নীলফামারী জেলা প্রতিনিধি : 

নীলফামারীর জলঢাকা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত এবং তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) বিকালে এই ঘটনা দুটি ঘটে। এসময় আহত হয়েছেন সাতজন।

পুলিশ জানান, বেলা সাড়ে ৫ টার দিকে উপজেলার মীরগঞ্জ -টেঙ্গনমারী সড়কের কালকেউট কবরস্থানের সামনে একটি ট্রাকের সাথে মটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী লাভলু (২১) ঘটনাস্থলে নিহত হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী নিহত যুবকের ভগ্নিপতি নুরুজ্জামান (৩০) ও ভগ্নিপতির ভাই সুজন (২৮) আহত হয়। আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত লাভলু উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের নিজপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

অপর দিকে একইদিন বিকাল ৪ টার দিকে জলঢাকা উপজেলার ডিমলা সড়কের খারিজা গোলনা দিঘির পাড় নামকস্থানে ব্যাটারি চালিত রিক্সাভ্যানকে সাইড দিতে গিয়ে সড়কে শুকাতে দেয়া খড়ের উপর স্লিপ কেটে উল্টে পড়ে মোটরসাইকেলের দুই আরোহী। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় মোটরসাইকেল আরোহী আলমগীর হোসেন (৩২)। নিহত আলমগীর হোসেন রংপুর শহরের ঘাঘট এলাকার আতিয়ার রহমানের ছেলে।

এসময় আলমগীর হোসেনের শ্যালক জেলার ডিমলা উপজেলার শালহাটি এলাকার জামিয়ার রহমানের ছেলে মহিফুল (২৩) গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একইদিন নীলফামারীর সৈয়দপুর উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কে দুইটি মটরসাইকেল মুখমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় ।

বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন সড়ক দূর্ঘটনায় নিহত দুইজনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরে করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

প্রকাশের সময় : ১২:০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

নীলফামারী জেলা প্রতিনিধি : 

নীলফামারীর জলঢাকা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত এবং তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) বিকালে এই ঘটনা দুটি ঘটে। এসময় আহত হয়েছেন সাতজন।

পুলিশ জানান, বেলা সাড়ে ৫ টার দিকে উপজেলার মীরগঞ্জ -টেঙ্গনমারী সড়কের কালকেউট কবরস্থানের সামনে একটি ট্রাকের সাথে মটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী লাভলু (২১) ঘটনাস্থলে নিহত হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী নিহত যুবকের ভগ্নিপতি নুরুজ্জামান (৩০) ও ভগ্নিপতির ভাই সুজন (২৮) আহত হয়। আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত লাভলু উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের নিজপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

অপর দিকে একইদিন বিকাল ৪ টার দিকে জলঢাকা উপজেলার ডিমলা সড়কের খারিজা গোলনা দিঘির পাড় নামকস্থানে ব্যাটারি চালিত রিক্সাভ্যানকে সাইড দিতে গিয়ে সড়কে শুকাতে দেয়া খড়ের উপর স্লিপ কেটে উল্টে পড়ে মোটরসাইকেলের দুই আরোহী। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় মোটরসাইকেল আরোহী আলমগীর হোসেন (৩২)। নিহত আলমগীর হোসেন রংপুর শহরের ঘাঘট এলাকার আতিয়ার রহমানের ছেলে।

এসময় আলমগীর হোসেনের শ্যালক জেলার ডিমলা উপজেলার শালহাটি এলাকার জামিয়ার রহমানের ছেলে মহিফুল (২৩) গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একইদিন নীলফামারীর সৈয়দপুর উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কে দুইটি মটরসাইকেল মুখমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় ।

বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন সড়ক দূর্ঘটনায় নিহত দুইজনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরে করা হয়েছে।