কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধনিরাম খালের ওপর সেতু নির্মাণের পর তিন মাস না যেতেই ভেঙে পড়েছে। এরপর সাত বছরেও বেশি সময় কেটে গেলেও নির্মাণ হয়নি নতুন সেতু। এতে যাতায়াতের চরম ভোগান্তিতে পড়েছেন ১০ গ্রামের মানুষ।
সূত্র জানায়, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিমে ধনিরাম খালের ওপর ২০১৭–১৮ অর্থবছরে ৪০ ফুটের সেতু নির্মাণ করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। কিন্তু উদ্বোধনের পরপরই বন্যার পানির তোড়ে ভেঙে পড়ে সেতুটি। এরপর থেকে একটি আবাসন প্রকল্প ও পার্শ্ববর্তী ১০ গ্রামের মানুষের যাতায়াতে শুরু হয় চরম ভোগান্তি।
ভুক্তভোগীরা জানান, শুকনো মৌসুমে বিভিন্ন পথ ঘুরে যাতায়াত করা গেলেও পণ্য পরিবহনে পড়তে হয় দুর্ভোগে। আর বর্ষাকালে ড্রামের ভেলায় ঝুঁকিপূর্ণ যাতায়াত। জীবন মান উন্নয়নে দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি তাদের।
ধনিরাম এলাকার আমেনা বেগম জানান, শুকনো মৌনুমে এই এলাকা দিয়ে ধান-চালসহ প্রয়োজনীয় কৃষি পণ্য আনা নেয়া করতে পারি না। বর্ষা মৌসুমে ভোগান্তি আরও বেড়ে যায়। ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। আমরা এলাকাবাসী চাই দ্রুত সেতুটি নির্মাণ করে এই এলাকার মানুষের ভোগান্তি কমানো হোক।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিরাজুদৌলা জানান, কয়েক বছরে খালের প্রস্থ বেড়ে গেছে। এতে আগের নির্মিত সেতুর চেয়ে দ্বিগুণ দৈর্ঘের সেতু নির্মাণ করতে হবে।
তিনি আরও জানান, ভেঙে পড়া সেতুটি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রাণালয়ের অর্থায়ানে করা হয়েছিল। কিন্তু দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৫০ ফুটের বেশি সেতু নির্মাণ করা হয় না। এ জন্য উপজেলা প্রকৌশলীকে সেতু নির্মাণে প্রস্তাবনা দেয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মাধ্যমে ৮০ ফুট দৈর্ঘের সেতু নির্মাণে ব্যবস্থা করা হবে।
২০১৭-১৮ অর্থ বছরে ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় খালে ভেঙে পড়ে থাকা ৪০ ফুটের সেতুটি।
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি 
























