Dhaka সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে, যেগুলো উদ্ধার করা এখন খুবই জরুরি। আইনশৃঙ্খলা বাহিনী সেই লক্ষ্যেই অভিযান পরিচালনা করছে এবং এই অভিযান নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।

৫ আগস্ট ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ৩ আগস্ট ঘিরেও অনেকে শঙ্কিত ছিলেন, কিন্তু আল্লাহর রহমতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটেনি। সরকার যখন ক্ষমতা গ্রহণ করে, তখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় ছিল, তা থেকে এখন অনেকটাই উন্নত হয়েছে।

তবে একে ‘কাঙ্ক্ষিত উন্নতি’ বলা যাবে না বলেও মন্তব্য করেন তিনি বলেন, আমরা অস্বীকার করছি না, এখনো অনেক দূর যেতে হবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। আপনারাই ভালো বলতে পারবেন, পরিস্থিতি কেমন হয়েছে।

সরকারি বিশেষ অভিযান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ অভিযান সারাদেশে চলছে এবং নির্বাচনের আগ পর্যন্ত চলবে। আমাদের যে পরিমাণ অস্ত্র হারিয়েছে, তার সব এখনও উদ্ধার করা যায়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে কোনো অনুষ্ঠানে নিরাপত্তা দিতে গেলে অন্যান্য অপরাধ আবার মাথাচাড়া দিয়ে ওঠে। বাহিনী একদিকে মনোযোগ দিলে, অন্যদিকে সমস্যা বাড়ে।

তিনি আরও বলেন, গত শনিবার মোহাম্মদপুরে ছোট ছোট চারটি শিশু আটক হয়েছে। জিজ্ঞেস করলে তারা বলে‘ও আমাকে যাওয়ার সময় ল্যাং মেরেছে, এজন্য চাপাতি নিয়ে মারতে গেছি ’ আগে এমন ঘটনা ছিল না। এ জন্য জনসচেতনতা বাড়াতে হবে। পরিবারগুলোকে তাদের সন্তানদের বোঝাতে হবে।

মব নিয়ে পুলিশ কেন এখনও কঠোর ব্যবস্থা নিতে পারছে নাÑ এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মব ভায়োলেন্স আগের থেকে কমেছে। আস্তে আস্তে আরো কমে যাবে। মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দেই নাই।

নির্বাচন নিয়ে পুলিশের প্রস্তুতি কেমন এবং আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটা নিয়ে আলোচনা চলছে সে বিষয় জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে কে অংশ নিবে আর কে অংশ নিবে না সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না। আমার হলো নির্বাচন যে সময় হবে সে সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সেজন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এরআগেও আমরা বলেছি যে আমরা এজন্য প্রশিক্ষণ দিচ্ছি।

অভিযোগ আছে আপনারা কোনো দলকে বেশি প্রোটেকশন দিচ্ছেন, কোনো দলকে কম দিচ্ছেন- প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবাইকে সমান সুরক্ষা দিচ্ছি। তবে যে বেশি ভালনারেবল তারে একটু বেশি সুরক্ষা দেয় হয়, আর যে একটু কম তারে একটু কম দেওয়া হয়।

ভালনারেবলটা কিভাবে নির্ধারণ করেন – জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের বিভিন্ন এজেন্সি আছে ও আপনাদের থেকে এই তথ্য পাই।

এই বাহিনী দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে সেই কনফিডেন্সে আছে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বাহিনী দিয়েই নির্বাচন হবে আল্লাহ দিলে। খুব ভালো নির্বাচন হবে।

আবহাওয়া

সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০২:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে, যেগুলো উদ্ধার করা এখন খুবই জরুরি। আইনশৃঙ্খলা বাহিনী সেই লক্ষ্যেই অভিযান পরিচালনা করছে এবং এই অভিযান নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।

৫ আগস্ট ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ৩ আগস্ট ঘিরেও অনেকে শঙ্কিত ছিলেন, কিন্তু আল্লাহর রহমতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটেনি। সরকার যখন ক্ষমতা গ্রহণ করে, তখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় ছিল, তা থেকে এখন অনেকটাই উন্নত হয়েছে।

তবে একে ‘কাঙ্ক্ষিত উন্নতি’ বলা যাবে না বলেও মন্তব্য করেন তিনি বলেন, আমরা অস্বীকার করছি না, এখনো অনেক দূর যেতে হবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। আপনারাই ভালো বলতে পারবেন, পরিস্থিতি কেমন হয়েছে।

সরকারি বিশেষ অভিযান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ অভিযান সারাদেশে চলছে এবং নির্বাচনের আগ পর্যন্ত চলবে। আমাদের যে পরিমাণ অস্ত্র হারিয়েছে, তার সব এখনও উদ্ধার করা যায়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে কোনো অনুষ্ঠানে নিরাপত্তা দিতে গেলে অন্যান্য অপরাধ আবার মাথাচাড়া দিয়ে ওঠে। বাহিনী একদিকে মনোযোগ দিলে, অন্যদিকে সমস্যা বাড়ে।

তিনি আরও বলেন, গত শনিবার মোহাম্মদপুরে ছোট ছোট চারটি শিশু আটক হয়েছে। জিজ্ঞেস করলে তারা বলে‘ও আমাকে যাওয়ার সময় ল্যাং মেরেছে, এজন্য চাপাতি নিয়ে মারতে গেছি ’ আগে এমন ঘটনা ছিল না। এ জন্য জনসচেতনতা বাড়াতে হবে। পরিবারগুলোকে তাদের সন্তানদের বোঝাতে হবে।

মব নিয়ে পুলিশ কেন এখনও কঠোর ব্যবস্থা নিতে পারছে নাÑ এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মব ভায়োলেন্স আগের থেকে কমেছে। আস্তে আস্তে আরো কমে যাবে। মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দেই নাই।

নির্বাচন নিয়ে পুলিশের প্রস্তুতি কেমন এবং আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটা নিয়ে আলোচনা চলছে সে বিষয় জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে কে অংশ নিবে আর কে অংশ নিবে না সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না। আমার হলো নির্বাচন যে সময় হবে সে সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সেজন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এরআগেও আমরা বলেছি যে আমরা এজন্য প্রশিক্ষণ দিচ্ছি।

অভিযোগ আছে আপনারা কোনো দলকে বেশি প্রোটেকশন দিচ্ছেন, কোনো দলকে কম দিচ্ছেন- প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবাইকে সমান সুরক্ষা দিচ্ছি। তবে যে বেশি ভালনারেবল তারে একটু বেশি সুরক্ষা দেয় হয়, আর যে একটু কম তারে একটু কম দেওয়া হয়।

ভালনারেবলটা কিভাবে নির্ধারণ করেন – জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের বিভিন্ন এজেন্সি আছে ও আপনাদের থেকে এই তথ্য পাই।

এই বাহিনী দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে সেই কনফিডেন্সে আছে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বাহিনী দিয়েই নির্বাচন হবে আল্লাহ দিলে। খুব ভালো নির্বাচন হবে।