Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন ৮৬০৬ জন হাজি, ২৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

পবিত্র হজ পালনের পর দুই দিনে ২২টি ফ্লাইটে আট হাজার ৬০৬ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ছিলেন ৮৩৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ছিলেন ৭ হাজার ৭৬৯ জন।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে হজ পোর্টালের ‘পবিত্র হজ-২০২৫’ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এ বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও দুজন নারী। মক্কায় ১৫ জন, মদিনায় ৭ জন এবং আরাফাতের ময়দানে একজন মারা গেছেন বলে হজ পোর্টাল সূত্রে জানা গেছে।

গত ৫ জুন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয় এবং ফিরতি ফ্লাইট শুরু হয় মঙ্গলবার (১০ জুন)। বুধবার মধ্যরাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে এক হাজার ৪০৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে তিন হাজার ১৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইটে ৪ হাজার ১২ জন হাজি দেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট আগামী ১০ জুলাই শেষ হবে।

উল্লেখ্য, এবারের হজ মৌসুমে মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে গিয়েছিলেন। তিনটি এয়ারলাইন্সের মোট ২২৪টি ফ্লাইটে তারা যাত্রা সম্পন্ন করেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছিলেন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ২৯ এপ্রিল শুরু হয়ে ৩১ মে শেষ হয়েছিল।

বর্তমানে সৌদি আরবের সরকারি হাসপাতালগুলোতে ২৩ জন বাংলাদেশি হজযাত্রী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ১৯৩ জন হজযাত্রী হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেছেন বলে বাংলাদেশ হজ অফিস সূত্র জানিয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

দেশে ফিরেছেন ৮৬০৬ জন হাজি, ২৩ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১১:৪৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

পবিত্র হজ পালনের পর দুই দিনে ২২টি ফ্লাইটে আট হাজার ৬০৬ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ছিলেন ৮৩৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ছিলেন ৭ হাজার ৭৬৯ জন।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে হজ পোর্টালের ‘পবিত্র হজ-২০২৫’ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এ বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও দুজন নারী। মক্কায় ১৫ জন, মদিনায় ৭ জন এবং আরাফাতের ময়দানে একজন মারা গেছেন বলে হজ পোর্টাল সূত্রে জানা গেছে।

গত ৫ জুন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয় এবং ফিরতি ফ্লাইট শুরু হয় মঙ্গলবার (১০ জুন)। বুধবার মধ্যরাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে এক হাজার ৪০৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে তিন হাজার ১৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইটে ৪ হাজার ১২ জন হাজি দেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট আগামী ১০ জুলাই শেষ হবে।

উল্লেখ্য, এবারের হজ মৌসুমে মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে গিয়েছিলেন। তিনটি এয়ারলাইন্সের মোট ২২৪টি ফ্লাইটে তারা যাত্রা সম্পন্ন করেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছিলেন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ২৯ এপ্রিল শুরু হয়ে ৩১ মে শেষ হয়েছিল।

বর্তমানে সৌদি আরবের সরকারি হাসপাতালগুলোতে ২৩ জন বাংলাদেশি হজযাত্রী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ১৯৩ জন হজযাত্রী হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেছেন বলে বাংলাদেশ হজ অফিস সূত্র জানিয়েছে।