Dhaka মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ : এগিয়ে আনা হলো শুনানি

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের ওপর শুনানির জন্য কার্যতালিকার ১২১৮ নম্বর থেকে ২০০ ক্রমিকে এগিয়ে এনেছেন আপিল বিভাগ।

আবেদনকারী আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৪ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। এ সময় এজলাসে বিএনপি সমর্থিত আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ জুন সাবেক এক প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন জানানো হয়। একই সঙ্গে আবেদনটিতে অবমাননামূলক বক্তব্যের কারণে মেয়র তাপসকে আদালতে তলব করার নির্দেশনা চাওয়া হয়।

আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থিত অ্যাডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আহমদ বাদল এ আবেদন জানান।

তবে আবেদনটির শুনানির জন্য আপিল বিভাগে প্রেরণ করেন চেম্বার জজ বিচারপতি।

প্রসঙ্গত, গত ২৪ মে ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’, ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের এই বক্তব্য আপিল বিভাগের নজরে আনেন সংবিধানের অন্যতম প্রণেতা ব্যারিস্টার এম আমীর উল ইসলাম। এ সময় তার সঙ্গে বিএনপিপন্থি সব শীর্ষ আইনজীবী উপস্থিত ছিলেন। ওই দিন ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’, মেয়র তাপসের এমন বক্তব্য নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের একাংশ আপিল বিভাগে পড়ে শোনান ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।

পরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আমরা বক্তব্য ভালো করে পড়ে দেখি। তারপর কী করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেবো।

আইনজীবী শাহ আহমদ বাদল বলেন, এত দিন হতে চললো, তবু আপিল বিভাগ থেকে কোনও সিদ্ধান্ত না আসায় আমরা তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জানিয়েছি।

আবহাওয়া

হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ : এগিয়ে আনা হলো শুনানি

প্রকাশের সময় : ১২:৩৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের ওপর শুনানির জন্য কার্যতালিকার ১২১৮ নম্বর থেকে ২০০ ক্রমিকে এগিয়ে এনেছেন আপিল বিভাগ।

আবেদনকারী আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৪ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। এ সময় এজলাসে বিএনপি সমর্থিত আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ জুন সাবেক এক প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন জানানো হয়। একই সঙ্গে আবেদনটিতে অবমাননামূলক বক্তব্যের কারণে মেয়র তাপসকে আদালতে তলব করার নির্দেশনা চাওয়া হয়।

আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থিত অ্যাডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আহমদ বাদল এ আবেদন জানান।

তবে আবেদনটির শুনানির জন্য আপিল বিভাগে প্রেরণ করেন চেম্বার জজ বিচারপতি।

প্রসঙ্গত, গত ২৪ মে ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’, ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের এই বক্তব্য আপিল বিভাগের নজরে আনেন সংবিধানের অন্যতম প্রণেতা ব্যারিস্টার এম আমীর উল ইসলাম। এ সময় তার সঙ্গে বিএনপিপন্থি সব শীর্ষ আইনজীবী উপস্থিত ছিলেন। ওই দিন ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’, মেয়র তাপসের এমন বক্তব্য নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের একাংশ আপিল বিভাগে পড়ে শোনান ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।

পরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আমরা বক্তব্য ভালো করে পড়ে দেখি। তারপর কী করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেবো।

আইনজীবী শাহ আহমদ বাদল বলেন, এত দিন হতে চললো, তবু আপিল বিভাগ থেকে কোনও সিদ্ধান্ত না আসায় আমরা তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জানিয়েছি।