নিজস্ব প্রতিবেদক :
সাংবাদিকতার নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের গ্রেফতারের দাবি জানিয়েছে তারা।
শনিবার (১ এপ্রিল) রাজধানীর শাহবাগে মোড়ে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ সমাবেশ পরবর্তী কুশপুত্তলিকা দাহ করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মতিউর রহমানের কুশ পুত্তলিকা দাহ করা হয়।
শিক্ষার্থীরা জানান, যতক্ষণ পর্যন্ত প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা না নেওয়া হবে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে। উদ্দেশ্য প্রণোদিতভাবেই সরকারকে বেকায়দায় ফেলতে এমন অপপ্রচার চালাচ্ছে পত্রিকাটি।
ঢাবির অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার শহীদ শুভ বলেন, প্রথম আলোসহ বেশ কয়েকটি গণমাধ্যম বাংলাদেশে হলুদ সাংবাদিকতার মাধ্যমে দেশবিরোধী চক্রান্ত করে আসছে। তাদের এই অপ-সাংবাদিকতার বিরুদ্ধেই আমাদের অবস্থান। আমরা চাই দেশে সুস্থ সাংবাদিকতার প্রসার ঘটুক, কিন্তু সংবাদপত্রের স্বাধীনতার নামে আমরা তথ্য সন্ত্রাস মেনে নেব না।
ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের মেহেদী হাসান নামে এক আন্দোলনকারী বলেন, ঢাবির শিক্ষার্থীদের দাবি প্রথম আলোর লাইসেন্স বাতিল করা হোক, একইসঙ্গে অবিলম্বে মতিউর রহমানকে গ্রেপ্তার করা হোক। আমরা শুধু মতিউর রহমান নয়, আজকের এই সমাবেশ থেকে সব হলুদ মিডিয়াকে বার্তা দিতে চাই।
সাধারণ শিক্ষার্থীদের ব্যনারে এটি ছাত্রলীগের আন্দোলন কি না জানতে চাইলে ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী তানভীর মাহতাব বলেন, আজকের আমরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শাহবাগে অবস্থান নিয়েছে, তাই আজকের দিনে আমাদের কোন রাজনৈতিক পরিচয় নেই। দেশবিরোধী যেকোন ষড়যন্ত্রেই ঢাবির শিক্ষার্থীরা আন্দোলন-সংগ্রামে ঝাপিয়ে পড়বে।
এছাড়া শিগগিরই প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের। একই সঙ্গে প্রথম আলোর নিবন্ধন বাতিলসহ হলুদ সাংবাদিকতা নিপাত যাক স্লোগান দিতেও শোনা যায় তাদের।
এদিকে, একই জায়গায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গ্রেপ্তার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর। এ সময় জাবি শিক্ষার্থীরা তার মুক্তিরও দাবি জানান।
শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হঠাৎ কর্মসূচি পালনকালে জাতীয় জাদুঘরের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানববন্ধনের পাশে এসে তারা স্লোগান দিতে থাকেন। পরে কর্মসূচি ঘোষণা দিয়ে মানববন্ধন শেষ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।