Dhaka মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-বরিশাল রুটে যাত্রী পায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইনস

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১১:২৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
  • ২১০ জন দেখেছেন

যাত্রী সংকটে ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট কমানোর ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা-বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগে সপ্তাহে পাঁচ দিন নিয়মিত ফ্লাইট চলাচল করলেও এখন থেকে তা কমিয়ে তিন দিন করা হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে আগামী ৫ আগস্ট থেকে।

শনিবার (৩০ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইনস বরিশালের ব্যবস্থাপক আবু আহম্মেদ গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ৫ আগস্ট থেকে বাংলাদেশ বিমান সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও রোববার এই তিন দিন বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় দপ্তর থেকে এমন সিদ্ধান্ত আমাদের জানানো হয়েছে।

পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, পদ্ম সেতু চালুর পর ঢাকা-বরিশাল সড়কপথ জনপ্রিয় হয়ে উঠেছে। যাত্রী ধরে রাখতে গত শনিবার থেকে বাংলাদেশ বিমানের ভাড়া ৩২০০ টাকা থেকে কমিয়ে ৩০০০ টাকা করার পরও কাঙ্ক্ষিত যাত্রী মিলছে না। আমাদের বিমানের ৭৪ আসনের অধিকাংশ আসনই ফাঁকা যেত। তাই ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঢাকা-বরিশাল রুটে যাত্রী পায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইনস

প্রকাশের সময় : ১১:২৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২

যাত্রী সংকটে ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট কমানোর ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা-বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগে সপ্তাহে পাঁচ দিন নিয়মিত ফ্লাইট চলাচল করলেও এখন থেকে তা কমিয়ে তিন দিন করা হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে আগামী ৫ আগস্ট থেকে।

শনিবার (৩০ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইনস বরিশালের ব্যবস্থাপক আবু আহম্মেদ গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ৫ আগস্ট থেকে বাংলাদেশ বিমান সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও রোববার এই তিন দিন বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় দপ্তর থেকে এমন সিদ্ধান্ত আমাদের জানানো হয়েছে।

পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, পদ্ম সেতু চালুর পর ঢাকা-বরিশাল সড়কপথ জনপ্রিয় হয়ে উঠেছে। যাত্রী ধরে রাখতে গত শনিবার থেকে বাংলাদেশ বিমানের ভাড়া ৩২০০ টাকা থেকে কমিয়ে ৩০০০ টাকা করার পরও কাঙ্ক্ষিত যাত্রী মিলছে না। আমাদের বিমানের ৭৪ আসনের অধিকাংশ আসনই ফাঁকা যেত। তাই ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে।