Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় পৌঁছেছেন কাতারের আমির

নিজস্ব প্রতিবেদক : 

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে তিনি বাংলাদেশে পৌঁছান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এ সময় কাতারের আমিরকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে কাতারের আমিরের সফরের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পরে মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কাতারের আমিরের সফরে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। চুক্তিগুলোর মধ্যে আছে বন্দি বিনিময়, বাণিজ্য-বিনিয়োগ, দ্বৈত কর প্রত্যাহার ও শুল্ক সুবিধা দেওয়ার জন্য সহযোগিতা।

সফরকালে যে ছয়টি চুক্তি সই হবে সেগুলো হলো- দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহণ, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত, দুই দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি ও যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।

এ ছাড়া যে পাঁচটি সমঝোতা স্মারক সই হবে সেগুলো হলো- শ্রমশক্তি বিষয়ক, বন্দর পরিচালনা সংক্রান্ত, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রীড়াক্ষেত্রে সমঝোতা স্মারক ও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক।

কাতারের আমিরের সম্মানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুরের কালশীর বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটির নামকরণ করা হবে। আগামীকাল তিনি নিজেই এই পার্ক ও সড়ক উদ্বোধন করবেন।

উল্লেখ্য, ২০০৫ সালে কাতারের তৎকালীন আমির হামাদ বিন খলিফা আল থানি বাংলাদেশে এসেছিলেন। প্রায় ২০ বছর পর বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশ সফরে এসেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঢাকায় পৌঁছেছেন কাতারের আমির

প্রকাশের সময় : ০৫:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে তিনি বাংলাদেশে পৌঁছান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এ সময় কাতারের আমিরকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে কাতারের আমিরের সফরের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পরে মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কাতারের আমিরের সফরে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। চুক্তিগুলোর মধ্যে আছে বন্দি বিনিময়, বাণিজ্য-বিনিয়োগ, দ্বৈত কর প্রত্যাহার ও শুল্ক সুবিধা দেওয়ার জন্য সহযোগিতা।

সফরকালে যে ছয়টি চুক্তি সই হবে সেগুলো হলো- দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহণ, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত, দুই দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি ও যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।

এ ছাড়া যে পাঁচটি সমঝোতা স্মারক সই হবে সেগুলো হলো- শ্রমশক্তি বিষয়ক, বন্দর পরিচালনা সংক্রান্ত, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রীড়াক্ষেত্রে সমঝোতা স্মারক ও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক।

কাতারের আমিরের সম্মানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুরের কালশীর বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটির নামকরণ করা হবে। আগামীকাল তিনি নিজেই এই পার্ক ও সড়ক উদ্বোধন করবেন।

উল্লেখ্য, ২০০৫ সালে কাতারের তৎকালীন আমির হামাদ বিন খলিফা আল থানি বাংলাদেশে এসেছিলেন। প্রায় ২০ বছর পর বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশ সফরে এসেছেন।