Dhaka বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক জেলা সড়কের কুঠিবয়ড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুব আলম পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে কাজ করতেন।
মাহবুব জেলার গোপালপুর পৌরসহরের বসুবাড়ি গ্রামের শহিদুল ইসলাম ফকিরের ছেলে। তিনি তারাকান্দি পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাহবুব আলম তার এক সহযোগীকে নিয়ে মোটরসাইকেলযোগে ভূঞাপুরের দিকে যাচ্ছিলেন। ভোর ৬টার দিকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক জেলা মহাসড়কের কুঠিবয়ড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়। আহত হয় এক মোটরসাইকেল আরোহী। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

প্রকাশের সময় : ০২:৩৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক জেলা সড়কের কুঠিবয়ড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুব আলম পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে কাজ করতেন।
মাহবুব জেলার গোপালপুর পৌরসহরের বসুবাড়ি গ্রামের শহিদুল ইসলাম ফকিরের ছেলে। তিনি তারাকান্দি পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাহবুব আলম তার এক সহযোগীকে নিয়ে মোটরসাইকেলযোগে ভূঞাপুরের দিকে যাচ্ছিলেন। ভোর ৬টার দিকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক জেলা মহাসড়কের কুঠিবয়ড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়। আহত হয় এক মোটরসাইকেল আরোহী। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।