টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি এক্সেভেটরের (বেকু) সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ৯নং ব্রিজের আনলিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের পাইকড়া খানপাড়া গ্রামের মৃত তুষা খানের ছেলে সামিম খান (৫০) এবং ঢাকার দক্ষিণ মান্দা এলাকার ইদু মিয়ার ছেলে মামুন (৪৮)।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক তাহেরুর ইসলাম বলেন, ঢাকা থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। এ সময় ৯ নম্বর ব্রিজের আনালিয়াবাড়ী এলাকায় পৌঁছালে রাস্তা সংস্কার কাজে দাঁড়িয়ে থাকা বেকুর পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।