Dhaka রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জানুয়ারির ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৩৬ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক : 

নতুন বছরে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকলো। চলতি মাসের প্রথম মাস জানুয়ারির ১৯ দিনে এলো ১৩৬ কোটি ৪১ লাখ ৪০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার ৯৩৭ কোটি টাকা। গড় হিসেবে এর পরিমাণ দাঁড়ায় ৭ কোটি ১৮ লাখ ডলারে।

রোববার (২১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারির প্রথম ১৯ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৬ লাখ ৪০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৮৮ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২২ কোটি ৫ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৬০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জানুয়ারির ১৩ থেকে ১৯ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৪৪ কোটি ৮২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এছাড়া ৬ থেকে ১২ জানুয়ারি দেশে এসেছে ৫৪ কোটি ৫০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর জানুয়ারির প্রথম ৫ দিনে ৩৭ কোটি ৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

এর আগে ডিসেম্বর মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। আর নভেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯৩ কোটি ৪০ হাজার মার্কিন ডলার। গত বছরের অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইতে এসেছে যথাক্রমে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার, ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার, ১৫৯ কোটি ৯৪ লাখ, ৫০ হাজার ও ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জানুয়ারির ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৩৬ কোটি ডলার

প্রকাশের সময় : ০৮:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

নতুন বছরে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকলো। চলতি মাসের প্রথম মাস জানুয়ারির ১৯ দিনে এলো ১৩৬ কোটি ৪১ লাখ ৪০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার ৯৩৭ কোটি টাকা। গড় হিসেবে এর পরিমাণ দাঁড়ায় ৭ কোটি ১৮ লাখ ডলারে।

রোববার (২১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারির প্রথম ১৯ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৬ লাখ ৪০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৮৮ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২২ কোটি ৫ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৬০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জানুয়ারির ১৩ থেকে ১৯ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৪৪ কোটি ৮২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এছাড়া ৬ থেকে ১২ জানুয়ারি দেশে এসেছে ৫৪ কোটি ৫০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর জানুয়ারির প্রথম ৫ দিনে ৩৭ কোটি ৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

এর আগে ডিসেম্বর মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। আর নভেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯৩ কোটি ৪০ হাজার মার্কিন ডলার। গত বছরের অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইতে এসেছে যথাক্রমে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার, ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার, ১৫৯ কোটি ৯৪ লাখ, ৫০ হাজার ও ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।