Dhaka মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জর্জিয়ায় অভিযুক্ত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : 

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে ফলাফল পরিবর্তনের চেষ্টা করেছিলেন মর্মে একটি ফৌজদারি মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের গ্রান্ড জুরি বোর্ড। ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিস।

স্থানীয় সময় সোমবার (১৪ আগস্ট) সেই মামলার তদন্ত প্রতিবেদন এবং চূড়ান্ত অভিযোগনামা আদালতে জমা দিয়েছে তদন্তকারী দল।

উইলিসের অভিযোগ, মামলায় অভিযুক্তরা নির্বাচনে ট্রাম্পের পরাজয় মেনে নিতে না পেরে জেনেশুনে বেআইনিভাবে ট্রাম্পের পক্ষে ফলাফল পরিবর্তনের চেষ্টা করেছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তিনি জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন। এ লক্ষ্যে তিনি জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পার্জারকে ফোন করেছিলেন।

জর্জিয়ার ফুলটন কাউন্টির তদন্ত কর্মকর্তারা সোমবার কাউন্টি আদালতের বিচারক রবার্ট ম্যাকবার্নির কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মোট ১০টি অভিযোগ আনা হয়েছে তবে অভিযোগগুলো কী কী এবং কে বা কারা এতে অভিযুক্ত হয়েছেন তা জানা যায়নি।

ফুলটন কাউন্টির অ্যাটর্নি ফ্যানি উইলিস এই মামলাটি দায়ের করেন। এর আগে অভিযোগপত্রের বিষয়ে আদালতের কেরানি চে আলেক্সান্ডার সাংবাদিকদের জানিয়েছিলেন, অভিযোগপত্রটি পুরোপুরি প্রক্রিয়াজাত করতে ৩ ঘণ্টার মতো সময় লাগবে। তারপর আদালত জানাবেন এই মামলার বিষয়ে করণীয় কী।

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে বাইডেনের কাছে মাত্র ১১ হাজার ৭৭৯ ভোটে হেরে যান। পরে ২০২১ সালের ২ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পার্জারকে ফোন করে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অনুরোধ করেন। ট্রাম্প রাফেনস্পার্জারকে বলেন, তাঁর জয়ের জন্য আরও ভোটের ‘ব্যবস্থা’ করতে। অবশ্য রাফেনস্পার্জার ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন।

এই ঘটনার চার দিন পর অর্থাৎ ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকেরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল তথা পার্লামেন্ট ভবনে হামলা চালায় এবং বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা না দিতে দেশটির আইনপ্রণেতাদের বাধা দেওয়ার চেষ্টা করে।

আবহাওয়া

হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

জর্জিয়ায় অভিযুক্ত ট্রাম্প

প্রকাশের সময় : ০২:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে ফলাফল পরিবর্তনের চেষ্টা করেছিলেন মর্মে একটি ফৌজদারি মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের গ্রান্ড জুরি বোর্ড। ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিস।

স্থানীয় সময় সোমবার (১৪ আগস্ট) সেই মামলার তদন্ত প্রতিবেদন এবং চূড়ান্ত অভিযোগনামা আদালতে জমা দিয়েছে তদন্তকারী দল।

উইলিসের অভিযোগ, মামলায় অভিযুক্তরা নির্বাচনে ট্রাম্পের পরাজয় মেনে নিতে না পেরে জেনেশুনে বেআইনিভাবে ট্রাম্পের পক্ষে ফলাফল পরিবর্তনের চেষ্টা করেছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তিনি জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন। এ লক্ষ্যে তিনি জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পার্জারকে ফোন করেছিলেন।

জর্জিয়ার ফুলটন কাউন্টির তদন্ত কর্মকর্তারা সোমবার কাউন্টি আদালতের বিচারক রবার্ট ম্যাকবার্নির কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মোট ১০টি অভিযোগ আনা হয়েছে তবে অভিযোগগুলো কী কী এবং কে বা কারা এতে অভিযুক্ত হয়েছেন তা জানা যায়নি।

ফুলটন কাউন্টির অ্যাটর্নি ফ্যানি উইলিস এই মামলাটি দায়ের করেন। এর আগে অভিযোগপত্রের বিষয়ে আদালতের কেরানি চে আলেক্সান্ডার সাংবাদিকদের জানিয়েছিলেন, অভিযোগপত্রটি পুরোপুরি প্রক্রিয়াজাত করতে ৩ ঘণ্টার মতো সময় লাগবে। তারপর আদালত জানাবেন এই মামলার বিষয়ে করণীয় কী।

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে বাইডেনের কাছে মাত্র ১১ হাজার ৭৭৯ ভোটে হেরে যান। পরে ২০২১ সালের ২ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পার্জারকে ফোন করে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অনুরোধ করেন। ট্রাম্প রাফেনস্পার্জারকে বলেন, তাঁর জয়ের জন্য আরও ভোটের ‘ব্যবস্থা’ করতে। অবশ্য রাফেনস্পার্জার ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন।

এই ঘটনার চার দিন পর অর্থাৎ ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকেরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল তথা পার্লামেন্ট ভবনে হামলা চালায় এবং বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা না দিতে দেশটির আইনপ্রণেতাদের বাধা দেওয়ার চেষ্টা করে।