জয়পুরহাট জেলা প্রতিনিধি :
জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেটকার ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এতে ওই ভ্যানচালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৯ মার্চ) বিকাল ৩টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বাঁশের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যাত্রী হলেন- কালাই উপজেলার ভূগোইল গ্রামের বাসিন্দা। নিহত ব্যক্তিরা হলেন মৃত লোকমান হোসেন মণ্ডলের ছেলে মোফাজ্জল হোসেন (৪০) ও মৃত সাহাবদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৬০)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কালাই উপজেলার ভূগোইল গ্রামের মৃত সোলায়মান আকন্দের ছেলে ভ্যানচালক নূর ইসলাম ও একই উপজেলার বুরাইল গ্রামের আশরাফ আলী।
কালাই থানার পরিদর্শক (তদন্ত) এসএম কামাল হোসাইন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, ভূগোইল গ্রাম থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানে চড়ে কয়েকজন যাত্রী পুনট বাজারে যাচ্ছিলেন। ভ্যানটি আঞ্চলিক মহাসড়কের বাঁশের সেতু এলাকায় পৌঁছালে দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুইজন যাত্রী মারা যান। এ ঘটনায় ভ্যানটির চালক ও একজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিদর্শক এসএম কামাল হোসাইন বলেন, প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের দুই জন যাত্রী মারা গেছেন। এ দুর্ঘটনায় ভ্যানের চালক ও একজন যাত্রী আহত হয়েছেন। প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে।
জয়পুরহাট জেলা প্রতিনিধি 






















